মত পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ভূমিহীনদের জমির পাট্টা তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। চার নভেম্বর শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী একটি দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত থেকে ভূমিহীনদের হাতে তুলে দিলেন সরকারি জমির পাট্টা। নন্দকুমার ব্লকের কুমরচক গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এদিন ২১ জন ভূমিহীনদের তুলে দেওয়া হয় সরকারি জমির পাট্টা।
advertisement
এদিনের এই কর্মসূচিতে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক উপস্থিত ছিলেন নন্দকুমার ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সি সহ অন্যান্য আধিকারিকগণ। দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত থেকে জেলাশাসক জানান, 'সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের জন্য। সরকার সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেই বিভিন্ন প্রকল্প তৈরি করে।
দুয়ারে সরকার ক্যাম্প থেকে সাধারণ মানুষ ২৭ ধরনের পরিষেবা পাচ্ছে। এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীনদের জন্য তুলে দেওয়া হচ্ছে সরকারি জমির পাট্টা। পূর্ব মেদনীপুর জেলার প্রতিটি ব্লকেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই কাজ চলছে। এক মাসের মধ্যেই সরকারি জমির পাট্টা দেওয়ার কাজ শেষ হবে।'
Saikat Shee