TRENDING:

Purba Medinipur News: দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীনদের সরকারি জমির পাট্টা

Last Updated:

দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীনদের তুলে দেওয়া হল জমির পাট্টা। নভেম্বর মাস থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে পঞ্চম দফা দুয়ারে সরকার ক্যাম্প। সরকার ক্যাম্প থেকে ২৭ দফা সরকারি পরিষেবা লাভ করছে জনসাধারণ। যার মধ্যে অন্যতম হল ভূমিহীনদের সরকারি জমির পাট্টা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দকুমার : দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীনদের তুলে দেওয়া হল জমির পাট্টা। নভেম্বর মাস থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে পঞ্চম দফা দুয়ারে সরকার ক্যাম্প। সরকার ক্যাম্প থেকে ২৭ দফা সরকারি পরিষেবা লাভ করছে জনসাধারণ। যার মধ্যে অন্যতম হল ভূমিহীনদের সরকারি জমির পাট্টা। এবারে দুয়ারে সরকার কেন শুরু হওয়ার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ভূমিহীনরা পাবে সরকারি জমির পাট্টা।
advertisement

মত পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ভূমিহীনদের জমির পাট্টা তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। চার নভেম্বর শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী একটি দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত থেকে ভূমিহীনদের হাতে তুলে দিলেন সরকারি জমির পাট্টা। নন্দকুমার ব্লকের কুমরচক গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এদিন ২১ জন ভূমিহীনদের তুলে দেওয়া হয় সরকারি জমির পাট্টা।

advertisement

এদিনের এই কর্মসূচিতে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক উপস্থিত ছিলেন নন্দকুমার ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সি সহ অন্যান্য আধিকারিকগণ। দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত থেকে জেলাশাসক জানান, 'সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের জন্য। সরকার সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেই বিভিন্ন প্রকল্প তৈরি করে।

advertisement

দুয়ারে সরকার ক্যাম্প থেকে সাধারণ মানুষ ২৭ ধরনের পরিষেবা পাচ্ছে। এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীনদের জন্য তুলে দেওয়া হচ্ছে সরকারি জমির পাট্টা। পূর্ব মেদনীপুর জেলার প্রতিটি ব্লকেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই কাজ চলছে। এক মাসের মধ্যেই সরকারি জমির পাট্টা দেওয়ার কাজ শেষ হবে।'

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীনদের সরকারি জমির পাট্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল