১২ জানুয়ারি বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা। মহিলাদের মধ্যে খেলাধুলো ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম জঙ্গলমহলে কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। পরবর্তীতে অন্যান্য জেলায় কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। তবে পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম এই টুর্নামেন্ট আয়োজিত হল।
advertisement
জেলা প্রথম আয়োজিত কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হল জঙ্গলমহল একাদশ। ফাইনালে বেঙ্গল একাদশ ও জঙ্গলমহল একাদশ মুখোমুখি হয়। আর তাতেই বাজিমাত করে জঙ্গলমহল একাদশ
আরও পড়ুন: আজ বিকেল থেকেই গঙ্গাসাগরে সংক্রান্তির শাহি স্নান শুরু, তার আগেই রেকর্ড ভিড়
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তমলুকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, "কন্যাশ্রী একটি যুগান্তকারী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প গোটা বিশ্বে সমাদৃত। সেই কন্যাশ্রী নামেই মহিলাদের এই ফুটবল টুর্নামেন্ট। এটি সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর উদ্যোগে জঙ্গলমহলে চালু হয়েছিল। মূলত মহিলাদের মধ্যে ফুটবল সহ অন্যান্য খেলা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট জেলায় প্রথম আয়োজিত হল।" উদ্যোক্তাদের দাবি, এই কন্যাশ্রী কাপ টুর্নামেন্টের ফলে পূর্ব মেদিনীপুর জেলায় মেয়েদের মধ্যে খেলাধুলোর প্রসার আরও বৃদ্ধি পাবে।
সৈকত শী