Gangasagar Mela: আজ বিকেল থেকেই গঙ্গাসাগরে সংক্রান্তির শাহি স্নান শুরু, তার আগেই রেকর্ড ভিড়

Last Updated:

মকর সংক্রান্তির শাহি স্নান শুরুর আগেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গঙ্গাসাগরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়ে...

গঙ্গাসাগর মেলা
গঙ্গাসাগর মেলা
গঙ্গাসাগর:‌ মকর সংক্রান্তির আগেই এবারের সাগরমেলায় রেকর্ড ভিড়। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে শুক্রবার বিকেল পর্যন্ত ৩১ লক্ষ পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগর মেলায়। বাবুঘাট, হাওড়া, লট নম্বর আট, কচুবেড়িয়া থেকে আর‌ও কয়েক লক্ষ পুণ্যার্থী মেলার পথে এগিয়ে আসছেন। তাঁদের সকলের লক্ষ্য, আজ অর্থাৎ শনিবার বিকেলের মধ্যেই গঙ্গাসাগর মেলায় পৌঁছে যাওয়া। কারণ সংক্রান্তির স্নানে অংশ নেওয়ার লক্ষ্যেই ভিন রাজ্য, এমনকি বিদেশ থেকেও হাজার হাজার পুন্যার্থী এসে হাজির হন গঙ্গাসাগর মেলায়। তিথি মেনে রবিবার ভোরের সংক্রান্তির স্নানের সকলেই যে যোগ দিতে চাইবেন তা বলা বাহুল্য।
প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল থেকেই গঙ্গাসাগর মেলায় ভিড় বাড়তে শুরু করেছে। শনিবার বিকেল থেকেই এবারের মকর সংক্রান্তির শাহি স্নানের যোগ শুরু হয়ে যাবে। চলবে রবিবার বিকেল পর্যন্ত। তবে চিরাচরিত প্রথা অনুযায়ী রবিবার ভোরে স্নান করার জন্য বেশিরভাগ মানুষ যে মুখিয়ে থাকবেন তা জানা কথা। এবারের গঙ্গাসাগর মেলার ভিড় ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে অনুমান পুলিশের।
advertisement
advertisement
গত দু’‌বছর করোনা অতিমারির জন্য আদালতের নির্দেশে ভিড়ের ওপর রাশ টানতে হয়েছিল। কিন্তু এবার কোন‌ও বিধি নিষেধ না থাকায় ভিড় বেড়েছে কয়েকগুন। এছাড়া বাবুঘাট থেকে সাগর পর্যন্ত যাত্রাপথ আগের থেকে অনেক মসৃণ হয়েছে। এবার যাত্রীনিবাস, পানীয় জল, অস্থায়ী শৌচাগারের সংখ্যা‌ও বাড়ানো হয়েছে। শুক্রবার মেলায় চলে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, স্নেহাশিষ চক্রবর্তী, বঙ্কিম হাজারা। মেলা অফিসে সাংবাদিক বৈঠক করতে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রী নিজে মেলার প্রস্তুতি ঘুরে দেখে গিয়েছেন। সেইসময় তিনি কিছু নির্দেশ দিয়েছিলেন। সেইমত মকর স্নানের সময় সাগরতটে ৩৩টি হাইমাস্ট লাইট লাগানো হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। যা গতবারের তুলনায় অনেক বেশী। যথেষ্ট পরিমান ব্যারিকেড, ড্রপগেট, ওয়াচটাওয়ার নির্মাণ করা হয়েছে। সিভিল ডিফেন্স, এনডিআরএফ, নৌ বাহিনী, উপকূল রক্ষী বাহিনীর জ‌ওয়ানদের নিয়ে নিরাপত্তার বন্দোবস্ত পর্যাপ্ত। এবার মেলার মাঠে বাংলা, হিন্দি, ইংরেজি, ওড়িয়ার পাশাপাশি ভোজপুরি ভাষাতেও ঘোষণা করা হচ্ছে। পুণ্যার্থীদের করনীয় বিষয়ে বিভিন্ন ভাষায় লিফলেট বিলি করা হচ্ছে। প্রতিটি যানবাহনকে জিপিএসের আওতায় আনা হয়েছে। এবার ড্রেজিং ভাল হওয়ায় মুড়িগঙ্গা নদীতে ২২ ঘন্টা ভেসেল চালানো সম্ভব হচ্ছে। মেলা মাঠে ১০ থেকে ১২ লক্ষ পুণ্যার্থীদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে।" প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারেও অনলাইনে পুজো দেওয়া ও প্রসাদ পাওয়ার ব্যবস্থা ছিল। এদিন পর্যন্ত ই-‌দর্শন করেছেন ৪০ লক্ষ ৭০ হাজার। ই-‌স্নান করেছেন ১ হাজার ১৩৪ জন। ই-‌পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার। এখনও পর্যন্ত ৩ জনকে হেলিকপ্টারে করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela: আজ বিকেল থেকেই গঙ্গাসাগরে সংক্রান্তির শাহি স্নান শুরু, তার আগেই রেকর্ড ভিড়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement