TRENDING:

East Medinipur News: লেগেই রয়েছে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি! কপালে চিন্তার ভাঁজ মুগ ডাল চাষিদের  

Last Updated:

তীব্র গরমে নাজেহাল মানুষ। প্রতিদিন সন্ধের পর কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিলেও ক্ষতির মুখে ফেলে দিয়েছে মুগডাল চাষিদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া:  তীব্র গরমে নাজেহাল মানুষ। প্রতিদিন সন্ধের পর কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিলেও, ক্ষতির মুখে ফেলে দিয়েছে মুগডাল চাষিদের। মে মাসের শেষের দিকে মুগ ডাল মাঠ থেকে ঘরে তোলা হয়। আর এই সময় প্রতিদিন সন্ধের পর ঝড়-বৃষ্টি শুরু হচ্ছে। যার ফলে মুগ ডাল পেকে গেলেও মাঠে নষ্ট হচ্ছে।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট, পাঁশকুড়া, এগরা ১ ও ২ ব্লক সহ বিভিন্ন ব্লকে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ডাল চাষ হয়। অন্যান্য ডালের চেয়ে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে মুগ ডাল বেশি চাষ হয়। পাঁশকুড়া ব্লকে বহু চাষি লাভের আশায় মুগ ডাল চাষ করে। এক বিঘা জমিতে মুগ ডাল চাষ করতে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এক বিঘা জমিতে মুগ ডাল পাওয়া যায় ৬০ থেকে ৬৫ হাজার টাকার।

advertisement

আরও পড়ুন- ব্রাহ্মণ নয়, পাঁশকুড়ার ভবতারিণী শ্মশানপীঠের কালী মা পূজিত হন সাধক দ্বারা

এখন বাজারে মুগ ডালের দাম অনেকটাই বেশি। উৎপাদিত ফসল থেকে মুগডাল চাষিরা লাভ অনেকটাই ঘরে তোলে। পাঁশকুড়া ব্লকে চাষিরা নিজের জমিতে মুগ ডাল চাষের পাশাপাশি বহু চাষি টাকার বিনিময়ে অন্যের জমি লিজ নিয়ে মুগ ডাল চাষ করে থাকে। কিন্তু চলতি বছরের মে মাসের শেষের দিকে পরপর কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে ঘরে তোলার আগে মাঠেই নষ্ট হচ্ছে মুগ ডাল।

advertisement

View More

আরও পড়ুন- টোটো যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বড় পদক্ষেপ! জানুন কী করছে পৌরসভা..

পাঁশকুড়ার এক কৃষক পরিবারের এক কৃষক জানান, ঝড় বৃষ্টির কারণে দারুন ক্ষতি হয়েছে মুগ ডাল চাষে। মুগ ডালের চাষের খরচ কিভাবে উঠবে তা নিয়ে চিন্তায়। যদিও এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার সহ কৃষি অধিকর্তা মৃণালকান্তি বেরা জানান, 'কৃষকদের বলব যত তাড়াতাড়ি সম্ভব পেকে যাওয়া মুগডাল ঘরে তুলে আনতে। মুগ ডাল চাষের ধান চাষ শুরু হয়। প্রতিটি ব্লকে ব্লকে ভর্তুকি দিয়ে ধান বীজ বিক্রয় করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তাই যেসব কৃষকরা মুগ ডাল চাষ করে ক্ষতির মুখে পড়েছে তাদের জানাচ্ছি ধান বীজ সংগ্রহ করতে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: লেগেই রয়েছে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি! কপালে চিন্তার ভাঁজ মুগ ডাল চাষিদের  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল