TRENDING:

Jatra Theatre : ধুঁকতে থাকা যাত্রাশিল্পে প্রাণ এল, অভিনয়েই হবে রোজগার! আশাবাদী যাত্রাশিল্পীরা

Last Updated:

Jatra Theatre : মূলত যাত্রাশিল্পের দুরাবস্থা শুরু হয় ২০১৫-১৬ সাল থেকে। ধুঁকতে থাকা যাত্রাশিল্প আরও বেশি খর্ব হয়ে পড়ে করোনা অতিমারির সময়। কিন্তু করোনা অতিমারির সময় পেরিয়ে যাত্রাশিল্পে ফিরে আসে অতীতের সোনালী সময়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: আবারও হাল ফিরছে যাত্রাশিল্পের! যাত্রাপালা নিয়ে মানুষের উন্মাদনা আগের মতোই ফিরে আসবে বলে আশাবাদী যাত্রার কলাকুশলীরা। গ্রামবাংলা তথা বাঙালির প্রাচীন বিনোদনের মাধ্যম যদি কিছু থাকে, তা হল যাত্রাশিল্প। এই যাত্রা শিল্পের বিস্তার ও ব্যাপ্তি বাঙালির মননে।
advertisement

একসময় কলকাতার বিখ্যাত যাত্রাপালা ও বিভিন্ন জেলার যাত্রাপালাগুলি গ্রামেগঞ্জে রমরমিয়ে অনুষ্ঠিত হত। টিকিট কেটেও যাত্রাপালা দেখার হুড়োহুড়ি পড়ে যেত। কিন্তু একটা সময় পর যাত্রাশিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সাধারণ মানুষ। কিন্তু আবারও সেই পুরনো উন্মাদনা দেখা যাচ্ছে যাত্রাশিল্পে।

বর্তমান সময়ে বাড়িতে টিভির পাশাপাশি পকেটে থাকা মোবাইল ৮ থেকে ৮০ সব বয়সি মানুষের প্রধান বিনোদনের অবলম্বন হয়ে উঠেছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, স্যাটেলাইট চ্যানেল বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে মানুষ বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। বিভিন্ন সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ একটা সময় যাত্রাশিল্পকে কোণঠাসা করেছিল। তারপর করোনা লকডাউন যাত্রা শিল্পের কফিনে শেষ পেরেক ঢুকে দেয়।

advertisement

View More

কিন্তু এত কিছুর পরেও এই ৫০০ বছরের প্রাচীন বিনোদনের মাধ্যম ২০২৩ সালে এসে আরও বেশি প্রাসঙ্গিকতা লাভ করেছে। চলতি বছর যাত্রাশিল্পে লগ্নী যেমন বেড়েছে তেমনই যাত্রা শিল্পের বুকিংও শেষ কয়েক বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: মহেশের কোলে বসে চুম্বন পূজার! বাবা-মেয়ের লিপলকের ভাইরাল ছবি নিয়ে বিস্ফোরক নায়িকা, কী বললেন

advertisement

মূলত যাত্রাশিল্পের দুরাবস্থা শুরু হয় ২০১৫-১৬ সাল থেকে। ধুঁকতে থাকা যাত্রাশিল্প আরও বেশি খর্ব হয়ে পড়ে করোনা অতিমারির সময়। কিন্তু করোনা অতিমারির সময় পেরিয়ে যাত্রাশিল্পে ফিরে আসে অতীতের সোনালী সময়। প্রায় ১০ বছর ধরে ধুঁকতে থাকা এই প্রাচীন বিনোদনের মাধ্যমটি করোনাকালের পর নতুন করে প্রাণ পায়।

সরকার যাত্রাশিল্পীদের ভাতা দেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যাত্রাপালাকে অগ্রাধিকার দেওয়া, যাত্রাশিল্পকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছে বলে অভিমত প্রকাশ করেন যাত্রাপালার দল ম্যানেজারের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Jatra Theatre : ধুঁকতে থাকা যাত্রাশিল্পে প্রাণ এল, অভিনয়েই হবে রোজগার! আশাবাদী যাত্রাশিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল