বর্তমান সময়ে বিভিন্ন কঠিন রোগমুক্তির জন্য মিউজিক থেরাপি ব্যবহার করা হচ্ছে। সাফল্যও মিলছে। তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ পরিষেবা বলে মনে করছেন অনেকেই। কলকাতার পাশাপাশি এবার জেলাতেও মিউজিক থেরাপির সুযোগ মিলবে। তমলুকে একটি মিউজিক কলেজের উদ্যোগে চালু হল নতুন এই চিকিৎসা পদ্ধতি।
advertisement
মিউজিক থেরাপি হল এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর শারীরিক ও মানসিক পরিস্থিতির উন্নতিসাধনের জন্য সঙ্গীতের সাহায্য নেওয়া হয়। মিউজিক থেরাপিতে বিভিন্ন ভাইব্রেশনের একটি সিরিজ নেওয়া হয়। এই সিরিজ তৈরি করে শব্দ। এই ভাইব্রেশন বা কম্পন গ্রহণ করার পরই শরীরে বদল আসতে থাকে। তবে মিউজিক থেরাপি বলতে কেবল গান শোনা নয়, পাশাপাশি গান করা, বাদ্যযন্ত্র বাজানো, গান লেখা ইত্যাদি বিষয়গুলিও রয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিজের ইচ্ছেমতো এগুলির মধ্যে থেকে কয়েকটি বিষয় রোগীর উপর প্রয়োগ করেন।
আরও পড়ুন: সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকল বাঘ, বাঁধে বসে আস্ত ছাগল সাবাড়, ভাইরাল ভিডিও
আরও পড়ুন: ন্যাচারাল বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ বর্ধমানে
প্রাক্তন অধ্যাপিকা তুলতুলি কর বলেন, "আমরা বলি, সুর ব্রহ্ম। একটি রাগ বা সুর নির্দিষ্ট একটি আবেগের উপর নির্ভর করে তৈরি হয়। সেই সুর মন দিয়ে শুনলে মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়। মানুষ অনেকটা সুস্থ হয়ে ওঠে। এভাবেই মিউজিক থেরাপি হয়। সঙ্গীতের একটি দিক যেমন বিনোদন, ঠিক তেমনই সঙ্গীতের রোগ নিরাময় ক্ষমতাও রয়েছে। সেই চেষ্টাই করছি আমরা এখানে।"
ওই কলেজের তরফে বলা হয়েছে, কলকাতায় অনেক জায়গাতেই এই নতুন চিকিৎসা পদ্ধতি চালু হলেও পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভবত আমরা প্রথম এই পরিষেবা চালু করলাম।
Saikat Shee