East Bardhaman News: ন্যাচারাল বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ বর্ধমানে

Last Updated:

মিস্টার ওয়েস্ট বেঙ্গল ন্যাচারাল ২০২২ প্রথম অল বেঙ্গল ওপেন ন্যাচারাল বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানে। 

+
বডি

বডি বিল্ডিং প্রতিযোগিতা 

#পূর্ব বর্ধমান: 'মিস্টার ওয়েস্ট বেঙ্গল ন্যাচারাল ২০২২' প্রথম অল বেঙ্গল ওপেন ন্যাচারাল বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানে। বর্ধমান জেলা পুলিশ ও ফ্রেন্ডস ইন নিড অ্যান্ড ডিড এর উদ্যোগে ২ দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ ডিসেম্বর চলবে এই প্রতিযোগিতায়। বর্ধমানের পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।
এদিন প্রতিযোগীদের পুলিশ লাইন গেট থেকে ঢোকার সময় তাদের ব‍্যাগ সহ তাদের শরীরের বিভিন্ন জায়গা চেকিং করল দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। এই প্রতিযোগিতার উদ‍্যোক্তা রনজ মুখার্জি ও পুলিশ সুপার কামনাশীষ সেনের সহযোগিতা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
advertisement
advertisement
এদিন উদ‍্যোক্তা রনজ মুখার্জী জানান, প্রথম দিনের এই প্রতিযোগিতা প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। দ্বিতীয় পর্বের মূল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বর্ধমানের সংস্কৃতি লোকোমঞ্চে। এই প্রথম জেলা পুলিশের সহযোগিতায় এইরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যারা ন্যাচারাল বডি বিল্ডার বা অ্যাথলিক তাদের প্রতিভাকে তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
advertisement
ন্যাচেরাল বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ অর্থাৎ, যে সমস্ত বডি বিল্ডার্সরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে, কোনও রকম স্টেরয়েড, অন্যান্য কিছু ব্যবহার করেন না তাদের জন্যই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি তাঁরা ।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ন্যাচারাল বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ বর্ধমানে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement