West Burdwan News : কমনওয়েলথে সোনা জয়ীদের সংবর্ধনা জানাতে বিশেষ শোভাযাত্রা শহরে

Last Updated:

হুড খোলা গাড়িতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীরা শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। সংবর্ধনা জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন শহরের মানুষজন। শহরের বুকে গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা শেষ হয় দুর্গাপুর নগর নিগমের সামনে। 

+
দুর্গাপুর

দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন।

#দুর্গাপুর: দুর্গাপুরের স্পোর্টস এসোসিয়েশন ফোরাম এবং দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হল। কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীদের জন্য বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। সোনা জয়ীদের সংবর্ধনা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
হুড খোলা গাড়ি চড়ে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীরা শোভাযাত্রায় অংশ নেন। সংবর্ধনা জানাতে রাস্তার পাশে ভিড় করেন বহু মানুষ। এই বিশেষ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরনিগমের পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ বিশিষ্টরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের অকল্যাণ্ডে হওয়া কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় করে ফিরেছেন দুর্গাপুরের ৩ বাসিন্দা।  দুর্গাপুরের সীমা দত্ত চ্যাটার্জি নামের এক গৃহবধূ মোট ৬টি স্বর্ণপদক জিতেছেন। অংশু সিং নামের আরেক প্রোতিযোগী  ৩টি স্বর্ণপদক  এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
advertisement
দুর্গাপুরের আরও এক প্রতিযোগী নির্মল সাহা জিতেছেন ২টি স্বর্ণপদক। সবমিলিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন শিপে একাধিক স্বর্ণপদক জয় করেছেন দুর্গাপুরের সোনার ছেলে মেয়েরা। তাদের এই সাফল্য উদযাপনের জন্য দুর্গাপুরে একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়, এবং শোভাযাত্রার মাধ্যমে তাদেরকে সম্মানিত করে শহরবাসীরা।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : কমনওয়েলথে সোনা জয়ীদের সংবর্ধনা জানাতে বিশেষ শোভাযাত্রা শহরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement