TRENDING:

East Medinipur News: তমলুকের বর্গভীমা মন্দিরে এবার স্বাস্থ্যবিধি সম্মত ভোগ

Last Updated:

ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তমলুকের বর্গভীমা মন্দিরের দেবী মায়ের ভোগ প্রসাদ এবার রান্না করা হবে স্বাস্থ্যবিধি সম্মত নির্দেশিকা অনুযায়ী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: ভক্তদের কথা মাথায় রেখে এবার থেকে তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে চালু হল খাদ্য সুরক্ষা দফতরের স্বাস্থ্যবিধি সম্মত ভোগ। মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল ভোগের জন্য এফ এস এস এ আই শংসাপত্র। প্রত্যেকদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে একান্ন পীঠের একপিঠ দেবী বর্গভীমা মন্দিরে প্রায় ৫০০ থেকে ৭০০ ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করেন। সেই প্রসাদ স্বাস্থ্যসম্মত করতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প  "ভোগ" এর নিয়ন্ত্রাধীনে সঠিক ও স্বাস্থ্য বিধিসম্মতভাবে ভক্তদের কাছে যাতে পরিবেশন করা হয় সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর উদ্যোগ নিয়েছে।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম ফুড সেফটি আধিকারিক মিনু কুন্ডু বর্গভীমা মন্দিরের সম্পাদক শিবাজী অধিকারীর হাতে মন্দিরে ভোগের জন্য খাদ্য সুরক্ষা দফতরেথেকে প্রদত্ত এফ এস এস এ আই শংসাপত্র তুলে দেন। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা শংসাপত্র তুলে দেওয়ার আগে বর্গভীমা মন্দিরের ভোগশালা ঘুরে দেখেন। খাদ্য সুরক্ষা আধিকারিক মিনু কুন্ডু জানান, ৫১ পীঠের এক পিঠ দেবী বর্গভীমা মায়ের মন্দির। মন্দিরে প্রতিদিন ভক্তদের জন্য ভোগ প্রসাদ রান্না করা হয়। ভক্তদের স্বাস্থ্যবিধি সম্মত ভোগ প্রসাদ তুলে দিতেই এই ব্যবস্থা।

advertisement

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় প্রেম! পালালো বউ! খুঁজে পেতে শহর জুড়ে পোস্টার স্বামীর!

বর্গভীমা মন্দিরের সম্পাদক শিবাজী অধিকারী জানান, দীর্ঘ ১০০ বছরের পুরানো ভোগশালায় রান্না হয়ে আসছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। আগামী দিনে নুতন রান্না ঘর তৈরি করে বিধিসম্মত উপায়ে ভোগ প্রসাদ রান্না করা হবে ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকালে দীর্ঘ দু বছরেরও বেশি সময় তমলুকের মন্দিরে ভক্তদের জন্য দেবী মায়ের ভোগ প্রাসাদ বিতরণ করা বন্ধ ছিল। সম্প্রতি তা চালু হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: তমলুকের বর্গভীমা মন্দিরে এবার স্বাস্থ্যবিধি সম্মত ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল