ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেলের গুরুত্ব শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য এর কারণে নয়। এই ক্যানেলের সঙ্গে নাম জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর। কারণ নৌপথে এই চ্যানেলের ওপর দিয়ে যাতায়াত করেছিলেন। কলকাতা থেকে নৌপথে ওড়িশা যাবার সময় হিজলি টাইডল ক্যানেল ওপর দিয়ে যাতায়াত করেছিলেন।
আরও পড়ুনঃ জোগানের খরা কাটিয়ে শীঘ্রই ঢুকবে টন টন ইলিশ, বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে? জানুন
advertisement
১৯৪৪ সালে মহাত্মা গান্ধী অবিভক্ত মেদিনীপুরে আসেন। প্রথমে তিনি মহিষাদল রাত্রি বাস করেন। তারপর হিজলি টাইডল ক্যানেল দিয়ে নৌকায় করে কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। এই ক্যানেলের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
জেলার প্রাচীন ও দীর্ঘ ক্যানেল হিজলী টাইডাল ক্যানেল। ক্যানেলের উপর নির্ভরশীল এলাকার ২০ থেকে ২৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে গিয়েছে। ক্যানেল সংস্কারের দাবি স্থানীয় মানুষজনের। ক্যানেলের জলে চাষবাস, খালে মাছ ধরে সংসার চালায় স্থানীয় মানুষজন।
আরও পড়ুনঃ স্কুল শুরু ও শেষের সময় পথ নিরাপত্তায় বিশেষ উদ্যোগ পুলিশের, খুশি অভিভাবকরা
কিন্তু সংস্কার না হওয়া ও কচুরিপানা জমে ক্যানেল জল ব্যবহার করতে পারছে না স্থানীয় মানুষ, তাই দ্রুত সংস্কারের দাবি উঠেছে। প্রশাসনের পক্ষ জানানো হয়েছে ভোট থাকায় সংস্কারের কাজ করা যায়নি। দ্রুত যাতে সংস্কার করা যায় তার ব্যবস্থা করা হবে।
Saikat Shee