দার্জিলিং এর শিফনের কাজ, জলপাইগুড়ির শুকনো ফুল ও গোবরের ধূপকাঠি, সুন্দরবনের মধু, হুগলির তাঁতের কাপড় আর পূর্ব মেদিনীপুরের পাটের তৈরি বিভিন্ন সামগ্রী সেখানে নিয়ে যাওয়া হয়েছে। মেলায় আগত দর্শকদের মন কেড়েছে নিমতৌড়ি হোমের আবাসিকদের পাট দিয়ে তৈরি গণেশ, দুর্গা, ময়ূর, প্রাকৃতিক দৃশ্য সহ নানান ধরনের মূর্তি। এই হাতের কাজের নমুনা দেখে মেলায় আগত দর্শকরা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছেন। দিল্লির মত বিক্রি না হলেও এই মেলাতেও দর্শকদের যথেষ্ট সমাদর পেয়েছে এই হাতের কাজ।
advertisement
আরও পড়ুন: ১ টাকায় ১ লিটার পানীয় জল পাওয়া যেত, তবুও সাত মাসে চালু হল না ওয়াটার এটিএম
সারাদেশের মানুষের কাছে পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধীদের হাতের তৈরি পাটের সামগ্রী এখন চর্চার বিষয়। এই জিনিসগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য বর্তমানে বিভিন্ন কোম্পানি আসছে। এদিকে সরকারিভাবেও নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এই মেলার আয়োজন করেছে। এই বিষয়ে নিমতৌড়ি হোমেরর সাধারণ সম্পাদক জানান, "এই মেলায় যেমন আমাদের হোমের আবাসিকদের তৈরি জিনিস বিক্রির মাধ্যমে অর্থ রোজগার করা যাচ্ছে, তেমনই এইতো জিনিসগুলো সারা দেশের সামনেও তুলে ধরতে পারছি আমরা।"
সৈকত শী