Birbhum News: ১ টাকায় ১ লিটার পানীয় জল পাওয়া যেত, তবুও সাত মাসে চালু হল না ওয়াটার এটিএম
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রোগী ও তাঁদের আত্মীয়দের সুবিধার জন্য মাস সাতেক আগে এই ওয়াটার এটিএম বসানো হয়। এখানে ১ টাকার একটি কয়েন ফেললে মেশিন থেকে বেরিয়ে আসবে ১ লিটার বিশুদ্ধ পানীয় জল। অবাক করা ঘটনা হল, ওয়াটার এটিএম-র সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগের অভাবে আজও চালু হয়নি পরিষেবা।
বীরভূম: সাইনবোর্ডে বড়ো বড়ো করে লেখা 'মাননীয় মুখ্যমন্ত্রী-র স্বপ্নের প্রকল্প / বিশুদ্ধ পানীয় জল'। তলায় লেখা 'সিয়ান হসপিটাল, বোলপুর, বীরভূম'। একটি ঝাঁ চকচকে ঘরের উপরে শোভা পাচ্ছে এই সাইনবোর্ড, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও লাগানো আছে। এই ঘরেই আছে ‘ওয়াটার এটিএম’। রোগী ও তাঁদের আত্মীয়দের সুবিধার জন্য মাস সাতেক আগে এই ওয়াটার এটিএম বসানো হয়। এখানে ১ টাকার একটি কয়েন ফেললে মেশিন থেকে বেরিয়ে আসবে ১ লিটার বিশুদ্ধ পানীয় জল। অবাক করা ঘটনা হল, ওয়াটার এটিএম-র সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগের অভাবে আজও চালু হয়নি পরিষেবা।
নানুর বিধানসভার অন্তর্গত সিয়ানে অবস্থিত বোলপুর মহকুমা হাসপাতাল। এই হাসপাতালের পাশেই নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ৯ লক্ষ টাকা খরচ করে এই ওয়াটার এটিএম তৈরি করা হয়। মাত্র ১ টাকায় ১ লিটার বিশুদ্ধ পানীয় জল পাওয়া গেলে প্রভূত উপকার হত রোগীর পরিজনদের। কারণ বাজারে ১ লিটার জলের বোতলের দাম ২০ টাকা। ফলে সারাদিনের জল খেতে গিয়েই মোটা টাকা খরচ হয়ে যায়। কিন্তু তাঁদের জন্য ওয়াটার এটিএম তৈরি হলেও কেন সেটি চালু হল না তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন রোগী ও তাঁদের পরিজনরা। কেন সাত মাসেও ওই ওয়াটার এটিএমে বিদ্যুৎ সংযোগ দেওয়া গেল না সেটা অনেকের কাছেই বিস্ময়কর ঠেকছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি জানান, খুব তাড়াতাড়ি ওই ওয়াটার এটিএমটি চালু করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার দিবাকর সর্দার বলেন, ও"য়াটার এটিএমটি চালু হলে খুব ভালো হয়। যদিও এটি হাসপাতাল কর্তৃপক্ষ করেননি, তাই ঠিক কী হয়েছে না হয়েছে আমরা এটা কিছুই বলতে পারব না।"
advertisement
সৌতিক চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 3:54 PM IST