TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েতে বিজেপিকে আটকাতে মহাজোট কোলাঘাটে, কী স্ট্র্যাটেজি ঠিক হল...!

Last Updated:

Panchayat Election 2023: কোলাঘাটে পদ্ম শিবিরকে আটকাতে আমেই আস্থা তৃণমূল ও সিপিআইএমের। এই মহাজোট যা জেলা তথা রাজ্যে একেবারে নজিরবিহীন বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট: কোলাঘাটে পদ্ম শিবিরকে আটকাতে আমেই আস্থা তৃণমূল ও সিপিআইএমের। এই মহাজোট যা জেলা তথা রাজ্যে একেবারে নজিরবিহীন বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের এই বাংলায় কতই না রঙ্গ দেখা যায় তা বলা বাহুল্য। কোথাও শাসক দল তৃণমূলকে আটকাতে সব কটি বিরোধী দল একজোট হয়েছে বলেই অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। আবার কোথাও বিরোধীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গেরুয়াকে আটকানোই মূল লক্ষ্য। এই সব ছবি দেখে জেলার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নীতি আদর্শ চুলোয় যাক, গ্রাম সভা আমার থাক!
advertisement

বিজেপি প্রার্থীকে ভোটের ময়দানে আটকাতে একজোট হয়েছে তৃণমূল ও সিপিআইএম। এ যেন ঠিক কেন্দ্রে বিজেপি সরকার আটকাতে মহাজোটের গাঁট বন্ধন। এ যেন উলটপূরণ, পঞ্চায়েত ভোটে এমন নজির সহজে মিলবে না রাজ্যের কোথাও, তবে মিলল পূর্ব মেদিনীপুর জেলায়। পঞ্চায়েত ভোটে প্রধান লক্ষ্যে গ্রামে বিজেপিকে হঠাতে হবে। আর তাই পঞ্চায়েত ভোটে প্রার্থীই দিল না শাসকদল অর্থাৎ তৃণমূল।

advertisement

আরও পড়ুনঃ পঞ্চায়েতের আগে ফের শিরোনামে সুশান্ত ঘোষ! তাঁর গ্রামে এ কী ঘটে গেল…

এমনই নজিরবিহীন ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা ২ গ্রাম পঞ্চায়েতের বোরডাঙ্গি গ্রামে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী থাকলেও গ্রাম পঞ্চায়েতে প্রধান লড়াই বোরডাঙ্গি গ্রামের ৯৬ নম্বর বুথে বিজেপি বিরুদ্ধে বাম ও আমের মিলন দেখা গেল। তৃণমূল ও সিপিআইএম মহাজোটের নির্দল প্রার্থীর।

advertisement

View More

আরও পড়ুনঃ তারাপীঠের ভিআইপি গেটের সামনে আচমকা আগুন! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

বোরডাঙ্গি গ্রামের ওই বুথে একদিকে সারি সারি বিজেপির দলীয় পতাকার দেখা মিলবে, অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের প্রার্থীর প্রচারের ফ্লেক্সের ওপর তৃণমূল ও সিপিআইএমের দলীয় পতাকা। এমন বিরল ছবি দেখা গেল কোলাঘাটের কোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। বোরডাঙ্গি গ্রামের ৯৬ নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছেন মিতা পাল এবং আম চিহ্নের প্রতীক নিয়ে লড়ছেন বাম-তৃণমূলের মহাজোটের প্রার্থী অনিন্দিতা পাল। শেষ পঞ্চায়েত নির্বাচনে কোলা-২ গ্রামপঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বোরডাঙ্গির এই বুথটি জয়লাভ করেছিল বিজেপি।

advertisement

বিজেপির দাবি, তারা উন্নয়ন করেছেন বিগত পাঁচ বছরে। তাই উন্নয়নের ধারা বজায় রাখার আবেদন জানিয়ে এই নির্বাচনেও ভোট আদায়ে বাড়ি বাড়ি প্রচারে নেমেছে বিজেপি প্রার্থী মিতা পাল। পাশাপাশি এলাকায় অনুন্নয়নের দাবি তুলে পাল্টা ভোটপ্রচার শুরু করেছে বাম-তৃণমূল জোটপ্রার্থী অনিন্দিতা পাল, তবে কে শেষ হাসি হাসবে এই পঞ্চায়েত ভোটে তা সময় বলবে। তবে তৃণমূল ও সিপিএমের এই মহাজোট যা জেলা তথা রাজ্যে একেবারে নজিরবিহীন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat Election 2023: পঞ্চায়েতে বিজেপিকে আটকাতে মহাজোট কোলাঘাটে, কী স্ট্র্যাটেজি ঠিক হল...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল