আরও পড়ুন ভোগান্তি নেই, কয়েক মিনিটেই চার্জ হয়ে যাবে মোবাইল বা ল্যাপটপের ব্যাটারি
তমলুকের রেগুলেট মার্কেট তথা শহীদ মাতঙ্গিনী স্বদেশী বাজারে সরকারি বইয়ের গোডাউনে একসঙ্গে দেখা মিলল ছাগলের। বেশ কিছু ছাগল ধরা পড়েছে নিউজ১৮ লোকালের ক্যামেরায়। বইয়ের সঙ্গে ছাগলগুলি দিব্যি রয়েছে! স্থানীয় সূত্রে জানা গছে এই বইয়ের গোডাউনের যিনি দায়িত্বে আছেন তিনি এই ছাগলগুলি এই গোডাউনে রেখে বাজারে বিক্রির জন্য পাঠান। সেই ছাগল বইও খাচ্ছে আবার তার বইয়ের বান্ডিলের মধ্যে মলমূত্র ত্যাগ করছে। এখানে পাঠ্যপুস্তকগুলি বিভিন্ন স্কুলে যাওয়ার আগে তাতে মলমূত্র পড়ছে৷ ফলে একটা অস্বাস্থ্যকর বস্তু ছাত্র-ছাত্রীদের হাতে যাচ্ছে বলে অভিযোগ করছেন তমলুক শহরের শিক্ষাপ্রেমী মানুষজন। তমলুক শহরের বাসিন্দা শিক্ষা প্রেমী ও সমাজসেবী দিব্যেন্দু রায় জানান, 'বইয়ের গোডাউনে এভাবে ছাগল রাখা যায় না। এটা অন্যায়। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো শিক্ষা দফতর ও রেগুলেটেড মার্কেট কমিটির চেয়ারম্যানকে।'
advertisement
আরও পড়ুন ইনস্টাগ্রামে এবার মিলবে আরও মজা! Reels-এ থাকবে দারুণ আকর্ষণ
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা বারবার শিক্ষাক্ষেত্রে রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। আর সেই পূর্ব মেদিনীপুর জেলার স্কুল শিক্ষা দফতরের বইয়ের গোডাউনে বইয়ের পাশাপাশি ছাগলের বসবাস নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে।
Saikat Shee