TRENDING:

East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড

Last Updated:

স্কুল শিক্ষা দফতরের বইয়ের গোডাউনে চড়ে বেড়াচ্ছে ছাগলের পাল। শিক্ষা মহলে নিন্দার ঝড় তমলুকসহ পূর্ব মেদিনীপুর জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: স্কুল শিক্ষা দফতরের বইয়ের গোডাউনে বিভিন্ন ক্লাসের বইয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ছাগলের বসবাস! না একটা দুটো ছাগল নয় রীতিমতো ছাগলের পাল বইয়ের গোডাউনে। আর যা নিয়ে শোরগোল পড়ল তমলুক সহ পূর্ব মেদিনীপুর জেলায়। তাম্রলিপ্ত পৌরসভার মধ্যে অবস্থিত শহীদ মাতঙ্গিনী স্বদেশী বাজার বা পূর্ব মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেটের একটি ঘরে রয়েছে স্কুল শিক্ষা দফতরের বইয়ের গোডাউন। আর সেই বইয়ের গোডাউনে বইয়ের পাশাপাশি রয়েছে ছাগলের পাল।
advertisement

আরও পড়ুন ভোগান্তি নেই, কয়েক মিনিটেই চার্জ হয়ে যাবে মোবাইল বা ল্যাপটপের ব্যাটারি

 

তমলুকের রেগুলেট মার্কেট তথা শহীদ মাতঙ্গিনী স্বদেশী বাজারে সরকারি বইয়ের গোডাউনে একসঙ্গে দেখা মিলল ছাগলের। বেশ কিছু ছাগল ধরা পড়েছে নিউজ১৮ লোকালের ক্যামেরায়। বইয়ের সঙ্গে ছাগলগুলি দিব্যি রয়েছে! স্থানীয় সূত্রে জানা গছে এই বইয়ের গোডাউনের যিনি দায়িত্বে আছেন তিনি এই ছাগলগুলি এই গোডাউনে রেখে বাজারে বিক্রির জন্য পাঠান। সেই ছাগল বইও খাচ্ছে আবার তার বইয়ের বান্ডিলের মধ্যে মলমূত্র ত্যাগ করছে। এখানে পাঠ্যপুস্তকগুলি বিভিন্ন স্কুলে যাওয়ার আগে তাতে মলমূত্র পড়ছে৷ ফলে একটা অস্বাস্থ্যকর বস্তু ছাত্র-ছাত্রীদের হাতে যাচ্ছে বলে অভিযোগ করছেন তমলুক শহরের শিক্ষাপ্রেমী মানুষজন। তমলুক শহরের বাসিন্দা শিক্ষা প্রেমী ও সমাজসেবী দিব্যেন্দু রায় জানান, 'বইয়ের গোডাউনে এভাবে ছাগল রাখা যায় না। এটা অন্যায়। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো শিক্ষা দফতর ও রেগুলেটেড মার্কেট কমিটির চেয়ারম্যানকে।'

advertisement

আরও পড়ুন ইনস্টাগ্রামে এবার মিলবে আরও মজা! Reels-এ থাকবে দারুণ আকর্ষণ

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা বারবার শিক্ষাক্ষেত্রে রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। আর সেই পূর্ব মেদিনীপুর জেলার স্কুল শিক্ষা দফতরের বইয়ের গোডাউনে বইয়ের পাশাপাশি ছাগলের বসবাস নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে।

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল