আরও পড়ুন: বাড়ছে বেআইনি গাড়ির দৌরাত্ম্য, অভিযানে নামছে পরিবহণ দফতর
নন্দকুমার রেল ক্রসিং এলাকায় বাড়ি সৌরভ সামন্তের। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের নন্দকুমার রেল ক্রসিং-এর কাছে ছোট্টো একটু জায়গা নিয়ে প্রতিমা গড়ার কাজ করে সে। বর্তমানে নিজেকে প্রতিমা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করতে চান সৌরভ। বন্ধুর এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছেন কলেজের সহপাঠী রবীন্দ্র রথীন সহ সৌরভের বেশ কয়েকজন বন্ধু।
advertisement
প্রথম যখন প্রতিমা গড়ার কাজ শুরু করেন তখন সৌরভের কাছে কম অর্ডার আসত। বর্তমানে অর্ডারের সংখ্যা বেড়েছে। তাঁর একার পক্ষে সব প্রতিমা তৈরি করা প্রায় অসম্ভব, তাই সাহায্য করতে এগিয়ে আসেন বন্ধুরা। কেউ মূর্তিতে মাটির প্রলেপ দেন, কেউ আবার রং তুলির আঁচড় কাটেন। সৌরভ আগামীদিনে ভাল শিল্পী হিসাবে পরিচিতি লাভ করুন এটাই একমাত্র চাওয়া বন্ধুদের।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 8:04 PM IST