TRENDING:

Purba Medinipur News: গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

Last Updated:

কথায় আছে, 'স্বাস্থ্যই সম্পদ।' আর তাই গ্রামের মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে গ্রামেই স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্ত পরীক্ষা শিবির ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা করে দিল গ্রামেরই একটি ক্লাব। গ্রামের দুঃস্থ গরিব মানুষেরা চাইলেই কলকাতা গিয়ে চিকিৎসা করাতে পারেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দকুমার : কথায় আছে, 'স্বাস্থ্যই সম্পদ।' আর তাই গ্রামের মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে গ্রামেই স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্ত পরীক্ষা শিবির ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা করে দিল গ্রামেরই একটি ক্লাব। গ্রামের দুঃস্থ গরিব মানুষেরা চাইলেই কলকাতা গিয়ে চিকিৎসা করাতে পারেন না। তাই তাদের কথা চিন্তা করে গ্রামেই কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য শিবির আয়োজন করে নন্দকুমার ব্লকের নারিকেলদা গ্রামের একটি ক্লাব।
advertisement

প্রতিবছর ক্লাবের বার্ষিক পুজো অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের দুস্থ ও গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে স্থানীয় ক্লাব। এবছরও তার অন্যথা হল না। কলকাতা মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল ও সাগর দত্ত মেডিকেল কলেজ সহ একাধিক সরকারি হাসপাতালে ডাক্তারদের নিয়ে আয়োজিত হল এই স্বাস্থ্য সহ ইসিজি পরীক্ষা শিবির। এই শিবিরে প্রায় একশোর বেশি মানুষ চক্ষু পরীক্ষা করার। দেড়শ কাছাকাছি মানুষ শিবিরে চিকিৎসা করাতে আসেন। এছাড়াও বহু মানুষ রক্ত পরীক্ষা ও ইসিজি পরীক্ষা করান।

advertisement

আরও পড়ুনঃ একাধিক দাবি নিয়ে বিক্ষোভে জেলার পান চাষীরা

স্থানীয় ক্লাবের আয়োজিত এ রক্ত পরীক্ষা শিবিরে রক্তের ১০ ধরনের পরীক্ষা বিনামূল্যে করা হয়। ক্লাবের এক সদস্য জানিয়েছেন, প্রতিবছর পূজোর বাজেটে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্ত পরীক্ষা শিবির সহ একাধিক চিকিৎসা সংক্রান্ত শিবিরের আয়োজন করার খরচ ধরা থাকে। এবছরও তার অন্যথা হয়নি। অনেক সময় গ্রামের মানুষেরা পয়সার অভাবে বা সময়ের অভাবে কলকাতায় গিয়ে নিজের চিকিৎসা করাতে পারেন না। ফলে গ্রামের মানুষকে কলকাতার চিকিৎসা পরিষেবা দিতে এই ধরনের শিবির আয়োজন করার মূল উদ্যোগ নেওয়া হয়েছিল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল