প্রসঙ্গত দীঘায় বেড়াতে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় দিঘার সি ফুড, কিন্তু দীঘা জুড়ে বিভিন্ন সি ফুডের দোকান গুলি খাদ্যের গুণগত মান বজায় রাখছে না বলে অভিযোগ ছিল পর্যটকের। বেশ কয়েক জন পর্যটক দীঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে মারা গেছেন।
আরও পড়ুনঃ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে পঠন পাঠন শুরু নিয়ে অনিশ্চয়তা
advertisement
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক রণিতা সরকার বলেন, 'মূলত স্ট্রিটফুটের গুণগত মান পরীক্ষা করা হল। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে প্রত্যেককে। অনেক দোকানে দেখা গিয়েছে খাবার তৈরীর উপকরণ হিসাবে খাদ্য সুরক্ষা দফতরের নিয়ম মেনে চলছে না।
আরও পড়ুনঃ স্নায়ুরোগ দু পায়ে দাঁড়াতে পারে না তিস্তা! মাধ্যমিকে ৬০৯ তার নম্বর
দোকানের মালিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর ব্যবস্থা হচ্ছে।' দীঘার পর মন্দারমণিতেও এ ধরণের কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।
Saikat Shee