Purba Medinipur: স্নায়ুরোগ দু পায়ে দাঁড়াতে পারে না তিস্তা! মাধ্যমিকে ৬০৯ তার নম্বর

Last Updated:

মানুষের ইচ্ছা শক্তির কাছে হার মানে সবকিছু। হার মানে সবকিছু বাধা। মানুষ ইচ্ছাশক্তির দিয়েই জয় করে হিমালয় অথবা ইংলিশ চ্যানেল।

+
title=

পূর্ব মেদিনীপুর: মানুষের ইচ্ছা শক্তির কাছে হার মানে সবকিছু। হার মানে সবকিছু বাধা। মানুষ ইচ্ছাশক্তির দিয়েই জয় করে হিমালয় অথবা ইংলিশ চ্যানেল। ইচ্ছা শক্তির উপর ভর করে শারীরিক প্রতিবন্ধীকতাকে হার মানিয়ে মাধ্যমিকে ৬০৯ পেয়ে সফল হল তমলুকের তিস্তা প্রধান। বিরল স্নায়ু রোগের কারণে তিস্তা সোজা হয়ে দাঁড়ানো ও চলাফেরার শক্তি হারিয়েছে। শারীরিক অক্ষমতার কারণে সোজা হয়ে দাঁড়াতে না পারলেও মনের জোরে পড়াশোনায় চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় সে। শহীদ মাতঙ্গিনী ব্লক এর অন্তর্গত শান্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিত্রা গ্রামে তিস্তা বাবা-মা ও পরিবারের লোকজনের সঙ্গে বসবাস করে। জন্মের পর থেকে তার স্পাইনাল কর্ডে সিস্ট দেখা দেয়। ১০ বছর বয়সে ক্লাস সিক্সে পড়ার সময় হঠাৎই একদিন তার কোমরের যন্ত্রণা শুরু হয়।
তারপর বাবা-মা প্রথমে তাকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় সেখান থেকে চিকিৎসকেরা কলকাতায় গিয়ে চিকিৎসার পরামর্শ দেয়। সেইমত কলকাতার বাঙ্গুর হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় তিস্তাকে। স্পাইনাল কর্ডের সিস্ট অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পর থেকেই তিস্তা সোজা হয়ে দাঁড়ানো বা হেঁটে চলার ক্ষমতা হারিয়ে ফেলে।
আরও পড়ুনঃ মানসিক ও অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী হয়েও মাধ্যমিকে সফল শম্পা
এরপরেও দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে কোন লাভ হয়নি। অন্যের সাহায্য ছাড়া সে দাঁড়াতে পারে না চলতে পারে না। তারপর সে তার পড়াশোনা চালিয়ে গিয়েছে। তিস্তার বাবা ডাকঘরে স্বল্প সঞ্চয়ের এজেন্ট, মা বাড়িতে টেলারিং চালান। মাধ্যমিকের পড়াশোনার জন্য বাবা-মার পাশাপাশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও তাকে সাহায্য করেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাবা করেন টিউশান, মা গৃহবধূ, সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে দেবশিখা মাধ্যমিকে তৃতীয়
তিস্তা পড়াশোনায় ভালো ছাত্রী। গান ও ছবি আঁকায় সমান দক্ষ সে। তিস্তা জানিয়েছে অদূর ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে নিয়ে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়।
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: স্নায়ুরোগ দু পায়ে দাঁড়াতে পারে না তিস্তা! মাধ্যমিকে ৬০৯ তার নম্বর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement