TRENDING:

Purba Medinipur News: ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!

Last Updated:

ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীদের পরিবারে। পাঁশকুড়া ফুল চাষ নিয়ে এবার আশাবাদী ফুল চাষীরা। পূর্ব মেদনীপুর জেলার পাঁশকুড়া ব্লক। পাঁশকুড়া ব্লক এ ধানের পাশাপাশি শাকসবজি ও ফুলের চাষ হয় ব্যাপক পরিমাণে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া : ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীদের পরিবারে। পাঁশকুড়া ফুল চাষ নিয়ে এবার আশাবাদী ফুল চাষীরা। পূর্ব মেদনীপুর জেলার পাঁশকুড়া ব্লক। পাঁশকুড়া ব্লক এ ধানের পাশাপাশি শাকসবজি ও ফুলের চাষ হয় ব্যাপক পরিমাণে। বিশেষ করে শীতকালে পাঁশকুড়ার ফুল চাষ অন্য মাত্রা এনে দেয়। রাস্তা দিয়ে দেখা যায় সারি সারি ফুলের ক্ষেত। ফুল যেমন অপরূপ শোভা বর্ধন করে তেমনি পাঁশকুড়ার ফুল চাষীদের ঘরে আনে আর্থিক স্বচ্ছলতা। নভেম্বর মাসের ভোর কিংবা গোধূলি জানান দেয় শীতের আগমন।
advertisement

শীত এলেই নলেন গুড়, পিঠাপুলি, পিকনিক আপনা আপনি বাঙালির মনে চলে আসে ঠিক সে রকমই শীত মানেই পাঁশকুড়ার ফুল চাষ ফুলের ক্ষেত। সম্প্রতি ও শেষ কয়েক বছর ফুলের অপরূপ শোভা দেখতে পাঁশকুড়ায় আসছেন বহু ফুল প্রেমী পর্যটকেরা। পাঁশকুড়ার কাঁসাই নদীর দুই পাড়ে উর্বর মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে ফুল ফুটিয়ে তোলেন পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা।

advertisement

আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে পার্কের আগাছা পরিষ্কার, হাত লাগালেন কাউন্সিলর

ফুল শুধু শোভা বর্ধনের জন্য নয়, পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় চাষীদের রোজগারের এটি একটি অন্যতম মাধ্যম। তাই সবজির পাশাপাশি ফুল চাষ করে থাকেন পাঁশকুড়ার চাষীরা। কিন্তু গত দু'বছর করোনার কারণে ফুল চাষ থেকে ক্ষতির মুখ দেখেছিল ফুল চাষিরা। এবারে ফুল চাষীরা আশাবাদী ফুল ভারতসহ বিদেশের বাজারে রপ্তানি হবে। আর ঘরে আসবে আর্থিক স্বচ্ছলতা। বর্তমানে পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষীরা ব্যস্ত ফুলের ক্ষেত পরিচর্যায়। ফুল চাষিরা জানিয়েছেন ডিসেম্বর মাস থেকে বাগান থেকে শুরু হবে ফুল তোলার কাজ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল