TRENDING:

Purba Medinipur: মাছ চাষে যুগান্তকারী পদক্ষেপ! প্রজননক্ষম মাছের হল টিকাকরণ

Last Updated:

রাজ্যে প্রথম প্রজননক্ষম মাছের টিকাকরন এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারীতে, উৎপাদিত হবে নিরোগ স্বাস্থ্যকর মাছ। মৎস্যক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টি করল এগরা-১নম্বর ব্লক মৎস্য বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর : রাজ্যে প্রথম প্রজননক্ষম মাছের টিকাকরন এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারীতে, উৎপাদিত হবে নিরোগ স্বাস্থ্যকর মাছ। মৎস্যক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টি করল এগরা-১নম্বর ব্লক মৎস্য বিভাগ। জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারিতে মাছের প্রজনন ও পোনা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। প্রজননের অনুকূল পরিবেশ না পাওয়া ও তাপমাত্রা বেশি থাকার কারণে হ্যাচারিতে মাছ কৃত্রিম প্রজননে সাড়া দিচ্ছে না। পেটে ডিম আসলেও ডিম ছাড়ছে না। মাছ সহজে রোগাক্রান্ত হচ্ছে এবং মৃত্যুহার বেড়ে যাচ্ছে। ফলে উৎপাদন কম হচ্ছে ও চাষিদের আয় কমে যাচ্ছে। মাছ চাষিরা যেমন সমস্যায় পড়েছেন তেমনি চিন্তিত দেশের বিজ্ঞানী মহল। আর এই সমস্যার সমাধানে আমাদের দেশের মৎস্য বিজ্ঞানী তৈরি করেছেন অভিনব “মাছের-টীকা” বা ভ্যাকসিন। নাম দেওয়া হয়েছে “সিফা-ব্রুড-ভ্যাক”। স্বাস্থ্যকর ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধকারি অধিক সংখ্যক মাছের চারাপোনা (স্পন ও ফ্রাই) তৈরির মাধ্যমে, মাছের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করতে কেন্দ্রীয় মিঠাজল মৎস্য গবেষনা কেন্দ্র , ভুবনেশ্বর, ওডিশা- কতৃক উদ্ভাবিত প্রজনন যোগ্য স্ত্রী মাছের (ফিমেল ব্রূড ফিশ) টিকা বা ভ্যাকসিন “সিফা-ব্রুড-ভ্যাক” এর প্রথম চাষি পর্যায় প্রয়োগ শুরু হল পূর্বমেদিনীপুর জেলার এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারিতে।
advertisement

মৎস্য বিজ্ঞানী ডক্টর মৃনাল সামন্ত ও ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহুর তত্বাবধানে এগরার সাতখন্ড গ্রামের উত্তম মিদ্যার বাটা, সরপুঁটি মাছ হ্যাচারীতে, বাগমারী গ্রামের কান্টু গিরির মাগুর, শিঙি মাছের হ্যাচারীতে ও অরুয়া গ্রামের জগন্নাথ আইচের রুই, কাতলা মাছের হ্যাচারীতে প্রজননক্ষম মাছের টিকাকরন হয়। এগরা-১ নম্বর ব্লকের কনফারেরন্স হলে মাছের টিকা প্রয়োগ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

advertisement

আরও পড়ুনঃ নিম্নচাপের দুর্যোগের প্রভাব রাখী বিক্রিতে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “সিফা-ব্রুড-ভ্যাক” টিকার আবিস্কর্তা সিফা-র প্রিন্সিপাল সায়েনটিস্ট ডক্টর মৃনাল সামন্ত , এছাড়া ছিলেন, এগরা-১ নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা-১ এর মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যন্য বিশিষ্ট বর্গ। সিফার বিজ্ঞানী ডঃ মৃনাল সামন্ত জানান যে “সিফা-ব্রুড-ভ্যাক” এটি হল এক ধরনের টিকা যেটা কিনা প্রজনন যোগ্য স্ত্রী মাছ (ফিমেল ব্রুড ফিশ) কে দেওয়া হয়। এখনও পর্যন্ত রুই, কাতলা, সরপুঁটি, ট্যাংরা, কই , ইত্যাদির ক্ষেত্রে প্রয়োগ করে এর সুফল দেখা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ জেলা জুড়ে বিভিন্ন নদ-নদীর গতিপথ দখলমুক্ত করতে অভিযান

অন্যন্য ধরনের মাছের ওপরও প্রয়োগের গবেষনা চলছে। তিনি আরও জানান, যে রাজ্যে প্রথম এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারীতে এই টিকাকরন শুরু হল, এর সফলতা রাজ্যের অন্যন্য হ্যাচারী মালিকদের উৎসাহিত করবে। এগরা-১ নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, আধুনিক এই মৎস্য প্রযুক্তির সাথে সরকারি সুফল মাছ চাষিদের মধ্যে যেমন ছড়িয়ে দেওয়া হচ্ছে তেমনি নিরোগ - অধিক মাছের উৎপাদনের মাধ্যমে বাজারে মাছের যোগান বাড়াবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: মাছ চাষে যুগান্তকারী পদক্ষেপ! প্রজননক্ষম মাছের হল টিকাকরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল