TRENDING:

Fire: রান্না করতে গিয়ে বিধ্বংসী, আগুনে পুড়ে ছাই বাবা-মেয়ে! মেচেদাতে কী মর্মান্তিক কাণ্ড

Last Updated:

Fire: আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের বাবা মেয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেচেদা: মেচেদাতে আবারও বিধ্বংসী আগুন! আগুনে পুড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের। ১৮ জানুয়ারি বুধবার ভোর সাড়ে চারটার পর আগুন লাগে কোলাঘাট হলদিয়া জাতীয় সড়কের নিচে থাকা ঝুপড়ি বস্তিতে। বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত পনেরোটি ঘর। সকালে কাজে যাওয়ার জন্য ভোরে উঠে রান্না বসিয়েছিল। কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রান্না করার আগুন থেকে ছড়িয়ে পড়ে ঝুপড়িতে আগুন। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের বাবা মেয়ের।
advertisement

মেছেদা বাজারের বিধ্বংসী আগুন দোকানে আগুন ঘটনায় মৃত বাবা ও মেয়ে। আজ ভোর নাগাদ মেছেদা বাজারে আগুন কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। আগুনের আটকে মৃত্যু হয় বাবা ও মেয়ের। গোকুল কর ও নীলিমা কর নামে দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মৃত্যু আসন্ন, বিরল রোগে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু! মুখ্যমন্ত্রীর কাছে আর্জি

advertisement

এলাকাবাসী জানান দুজনেই অসুস্থ ছিল। আগুন লাগলে ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। আগুনেই দগ্ধ হয়ে মারা গিয়েছে। আগুন লাগার ঘটনা কোলাঘাট থানা পুলিশের মারফত পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থেকে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ দুটি উদ্ধার করে। ঘটনস্থলেই কোলাঘাট থানার পুলিশ।

আরও পড়ুন: কে সেই প্রভাবশালী? কাঁথি টেন্ডার দুর্নীতিতে বিরাট মোড়! কোমর বেঁধে নামল সিবিআই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

প্রসঙ্গত চলতি মরশুমে এর আগেও মেচেদায় জাতীয় সড়কের ওভার ব্রিজের নিচে থাকা ঝুপড়ি বস্তিতে আগুন লেগেছিল। গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এদিন। এদিন বস্তিতে থাকা একটি ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে। ১৫ টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Fire: রান্না করতে গিয়ে বিধ্বংসী, আগুনে পুড়ে ছাই বাবা-মেয়ে! মেচেদাতে কী মর্মান্তিক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল