মেছেদা বাজারের বিধ্বংসী আগুন দোকানে আগুন ঘটনায় মৃত বাবা ও মেয়ে। আজ ভোর নাগাদ মেছেদা বাজারে আগুন কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। আগুনের আটকে মৃত্যু হয় বাবা ও মেয়ের। গোকুল কর ও নীলিমা কর নামে দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মৃত্যু আসন্ন, বিরল রোগে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু! মুখ্যমন্ত্রীর কাছে আর্জি
advertisement
এলাকাবাসী জানান দুজনেই অসুস্থ ছিল। আগুন লাগলে ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। আগুনেই দগ্ধ হয়ে মারা গিয়েছে। আগুন লাগার ঘটনা কোলাঘাট থানা পুলিশের মারফত পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থেকে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ দুটি উদ্ধার করে। ঘটনস্থলেই কোলাঘাট থানার পুলিশ।
আরও পড়ুন: কে সেই প্রভাবশালী? কাঁথি টেন্ডার দুর্নীতিতে বিরাট মোড়! কোমর বেঁধে নামল সিবিআই
প্রসঙ্গত চলতি মরশুমে এর আগেও মেচেদায় জাতীয় সড়কের ওভার ব্রিজের নিচে থাকা ঝুপড়ি বস্তিতে আগুন লেগেছিল। গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এদিন। এদিন বস্তিতে থাকা একটি ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে। ১৫ টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়েছে।