CBI: কে সেই প্রভাবশালী? কাঁথি টেন্ডার দুর্নীতিতে বিরাট মোড়! কোমর বেঁধে নামল সিবিআই

Last Updated:

CBI: অভিযোগকারী কাকলির বয়ান আগে নিয়েছিল সিবিআই।  শান্তনু পন্ডার বয়ান নেয় সিবিআই।

শ্মশান কাণ্ডে নতুন মোড়
শ্মশান কাণ্ডে নতুন মোড়
অর্পিতা হাজরা, কলকাতা: কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় বুধবার ফের শান্তনু পন্ডাকে তলব সিবিআইয়ের। নিজামে আসেন তিনি। জিজ্ঞাসাবাদ শুরু হয় । এর আগে তাঁকে তলব করেছিল সিবিআই।  তাঁর বয়ান আজ ও রেকর্ড করবে সিবিআই। গত ১১ জানুয়ারি, কাঁথি টেন্ডার দুর্নীতিতে এবার অভিযোগকারিনী কাকলি পন্ডার স্বামী  শান্তনু পন্ডাকে  তলব করেছিল সিবিআই। শান্তনু পন্ডাকে বুধবার ফের তলব করে সিবিআই।
অভিযোগকারী কাকলির বয়ান আগে নিয়েছিল সিবিআই।  শান্তনু পন্ডার বয়ান নেয় সিবিআই। নিজাম প্যালেসে নির্ধারিত সময়ে এসে হাজির হন শান্তনু, সিবিআই সূত্রে খবর।এই মামলায় এর আগে , কাঁথি থানার তদন্তকারী অফিসার সহ মোট ছয় জন আধিকারিক তলব করেছিল সিবিআই। কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় পুলিশের ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে।কাঁথি থানার  পুলিশ অধিকারিকদের থেকে জানতে চাওয়া হয়, রাম পন্ডাকে কেন গ্রেফতার?
advertisement
advertisement
জোর করে কে বা কারা অভিযোগ করিয়েছিলন কাকলিকে দিয়ে? পুলিশের কী ভূমিকা ছিল? কী এভিডেন্সএর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল?  জানতে চায় সিবিআই।এর আগে কাঁথির আইসি আমলেন্দু বিশ্বাসকে তলব করেছিল সিবিআই। এবার ফের শান্তনু পন্ডাকে তলব করল সিবিআই। তাঁর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে শান্তনু পন্ডা বয়ান রেকর্ড করেছিল সিবিআই। প্রসঙ্গত, কাঁথি শ্মশান সংস্কার টেন্ডার দুর্নীতির অভিযোগ হয় কাঁথি থানায়। সেই অভিযোগে গ্রেপ্তার হয় রাম পন্ডা।
advertisement
সম্প্রতি কাকলি পন্ডা অভিযোগকারী হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় যে তিনি অভিযোগ করতে চাননি।  প্রভাবশালী জোর করে তাঁকে অভিযোগ করতে বাধ্য করেন। এরপর হাই কোর্ট তদন্ত ভার সিবিআইকে দিয়ে দেয়। এবং এরপরই সক্রিয় ভূমিকা নেয় সিবিআই। সিবিআই অভিযোগকারিনীর বয়ান নেয়। এরপর তাঁর স্বামীর বয়ান নেয়। বুধবার তাঁকে ফের তলব করে সিবিআই। সেই অনুসারে তিনি এসে হাজির হন।অভিযোগকারিনীকে কোন পরিস্থিতিতে অভিযোগ করতে বাধ্য হলেন? পুলিশের ভূমিকায় কী ছিল সেটা নিয়েও জানার চেষ্টা করছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI: কে সেই প্রভাবশালী? কাঁথি টেন্ডার দুর্নীতিতে বিরাট মোড়! কোমর বেঁধে নামল সিবিআই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement