TRENDING:

Purba Medinipur News: তমলুক কোর্টে ভুয়ো আইনজীবী আটক করল পুলিশ

Last Updated:

এবার আদালত চত্বরের আটক ভুয়ো আইনজীবী। ৭ ডিসেম্বর বুধবার তমলুক জেলা আদালত চত্বরে ভুয়ো আইনজীবী আটক হল। কালো কোট পরে আদালত চত্বরে মানুষজনের কাছে টাকা তুলছিল আইনি সহায়তা পাইয়ে দেওয়ার জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক : এবার আদালত চত্বরের আটক ভুয়ো আইনজীবী। ৭ ডিসেম্বর বুধবার তমলুক জেলা আদালত চত্বরে ভুয়ো আইনজীবী আটক হল। কালো কোট পরে আদালত চত্বরে মানুষজনের কাছে টাকা তুলছিল আইনি সহায়তা পাইয়ে দেওয়ার জন্য। তখনই অন্যান্য আইনজীবীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জেলার আইনজীবী মহলে এবং জেলা আদালতে মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজকর্মে আসা সাধারণ মানুষদের মধ্যে। রাজ্যজুড়ে ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক ভুয়ো সরকারি আধিকারিকের পর এবার পূর্ব মেদিনীপুর জেলায় ভুয়ো আইনজীবী!
advertisement

রাজ্য বিধানসভা ভোটের পর বেশ কয়েকজন ভুয়ো সরকারি আধিকারিক আটক হয় পুলিশের জালে। এছাড়াও ভুয়ো ডাক্তারদের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় হয়। এ যেন সমাজের প্রতিটি কর্মক্ষেত্রে আসলের পাশাপাশি নকলের ছড়াছড়ি। আর ঠকে যাচ্ছেন সাধারণ মানুষ। এইরকমই কালো কোট, টাই পরে আইনজীবীর পরিচয় দিয়ে আদালত চত্বরে মানুষকে ঠকাচ্ছিলেন। মামলার সংক্রান্ত কাজে আসা জেলা আদালতে মানুষজনকে টাকার বিনিময়ে আইন সহায়তা দেওয়ার কথা বলছিল ওই যুবক।

advertisement

আরও পড়ুনঃ সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

তাতে অন্যান্য আইনজীবীদের সন্দেহ হয় ওই যুবককে ঘিরে ধরেন। তমলুক আদালতে এবার ধরা পড়ল ভুয়ো আইনজীবী। ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো সাংবাদিকের পর এবার ভুয়ো আইনজীবী। কালো কোট পরে এক যুবক তমলুক আদালত চত্বরে ঘোরাঘুরি করছিল এবং নিজেকে আইনজীবীদের পরিচয় দিয়ে বিভিন্ন মোক্কেলের কাছ থেকে টাকা নিচ্ছিল।

advertisement

View More

আরও পড়ুনঃ পাঁশকুড়ার সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য সুখবর

জেলা আদালতের অন্যান আইনজীবীদের সন্দেহ হয়। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে যুবক অন্যান্য আইনজীবীদের মারধরের শুরু করেন। এরপরই আইনজীবীরা তাকে ধরে ল-ইয়ারর্স বারে নিয়ে গিয়ে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশ এবং আইনজীবীরা জিজ্ঞাসা করে জানতে পেরেছে ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। বাড়ি তমলুক থানার কাশমালি গ্রাম। এই ঘটনায় জেলা আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: তমলুক কোর্টে ভুয়ো আইনজীবী আটক করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল