দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চালকরাও সকালবেলা জাতীয় সড়ক ও রাজ্য সড়কে গাড়ি চালাতে সমস্যায় পড়ছেন। আর্দ্রতা ও তাপমাত্রার তারতম্যের কারণে কুয়াশার সৃষ্টি হয়। কুয়াশার কারণে শীতকালে স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায়। পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে পরপর কয়েকদিন সকালের আকাশ কুয়াশায় ঢাকছে। সকাল বেলা কুয়াশা আবার দুপুরের পরে মেঘ। ফলে শীতের স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি হয়েছে।
advertisement
আরও পড়ুন: বড়দিনে পার্কস্ট্রিটে বই বিক্রি করলেন বিমান বসু, অটোগ্রাফ নিতেও ভিড় বাড়ল স্টলে
ডিসেম্বরের শেষ লগ্নে এসে তাই শীতের আমেজ উধাও জেলা জুড়ে। কুয়াশার কারণে জেলা ট্রাফিক বিভাগ থেকে গাড়ি চালকদের ধীরগতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার জন্য দুর্ঘটনা আরো বেশি হয়। তাই জাতীয় সড়কে বা রাজ্য সড়কে গাড়ি চালানোর সময় চালকদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পৌষমেলা দেখতে এসে ভিড় 'অপা'য়! পার্থ-অর্পিতার বাড়ির সামনে সেলফি তোলার হিড়িক
পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই কুয়াশার চাদরে ঢাকা পড়ায়। সকালের দিকে ট্রেনযাত্রা বিভিন্ন স্টেশন থেকে ধীর গতিতে চলছে। এদিনও সকালে মেচেদা স্টেশন কুয়াশায় ঢাকা পড়ে। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হওয়ায় প্রতিদিন বহু মানুষ এই স্টেশন দিয়ে নিজ নিজ কর্মস্থলে যাতায়াত করে। সকালের ঘন কুয়াশার জন্য দিঘায় সূর্য উদয় দেখতে সমুদ্র সৈকতের ভিড় করা পর্যটকেরা হতাশ।
সৈকত শী