শীতের মরশুম এলেই শুরু হয় ভিন্ন পাখির আনাগোনা, তবে বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও অন্যান্য কারণে কিছুটা হ্রাস পেয়েছি বিভিন্ন পাখির। এরই মাঝে প্রত্যেক বছর শীতের মরশুম এলেই বিভিন্ন এলাকায় প্রবেশ করে পরিযায়ী পাখি, আর সেই সব পাখির চেঁচামেচি এবং আকাশে ওড়ার দৃশ্য উপভোগ করতে চায় বহু পাখিপ্রেমীরা, পাশাপাশি শুরু হয় ফটোগ্রাফারদের আনাগোনা, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা স্বামীজি একাডেমির পেছনের মাঠের জলাশয় এই বছর শীতের মৌসুমে প্রবেশ করেছে কয়েক হাজার পরিযায়ী পাখির দল।
advertisement
আরও পড়ুন: 'দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও', 'ভূতের' খোঁজে তুমুল চাঞ্চল্য ব্যান্ডেলে
আরও পড়ুন: পার্থর শূন্যতা ভরাবে কে? 'দূত' নিয়ে দরজায় পৌঁছবেন খোদ 'দিদি'! মাস্টারস্ট্রোক মমতার
পাখিদের আনন্দ উপভোগ করতে বা তাদের এক সঙ্গে আকাশে ওড়ার দৃশ্য দেখতে প্রতিবছর এই শীতের সময়ের জন্য অপেক্ষা করে থাকে এলাকার মানুষজনরা। জলাশয়ে পরিযায়ী পাখিদের দেখা যেতেই বিভিন্ন এলাকা থেকে পাখি প্রেমী ফটোগ্রাফারদের ভিড় করেছে। শুধু তাই নয় এলাকায় পিকনিক করতে এসে পাখিপ্রেমী পর্যটকরাও জলাশয়ের ধারে ভিড় করছে। এই পরিযায়ী পাখি ইংরেজিতে যার নামকরণ লেজার উইলিং ডাক বাংলায় যার নাম পাতি সরাই। তবে যাই হোক শীতের মরশুমের এই কটা দিনে পাখিদের চিৎকার এবং তাদের সুন্দর দৃশ্য দেখতে উৎসাহিত এলাকার মানুষ জন থেকে শুরু করে পাখিপ্রেমীরা।
সৈকত শী