শংকরপুর ফিশিং হারবারে ৩০ জন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বেতন পাচ্ছেন না। অস্থায়ী কর্মী বেতন না পাওয়ায় এর আগে তাঁরা ২৭ দিন কর্মবিরতি পালন করেছিলেন। তখন তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৬ মাসের বেতন একসঙ্গে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরও সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি। ওই অস্থায়ী কর্মীদের এখন পর্যন্ত মোট ১১ মাসের বেতন বাকি রয়েছে। তাই এদিন আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে শংকরপুর ফিশিং হারবারে অবস্থান-বিক্ষোভে বসেন কর্মীরা। তাঁদের দাবি, বেতন নিয়ে গড়িমসি করছে কর্তৃপক্ষ। যার ফলে আর্থিক সমস্যায় পড়তে হয়েছে তাদের। বাধ্য হয়ে তাঁরা অফিসের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ করছেন।
advertisement
অফিসে ঢুকতে না পেরে কার্যত বাইরে অপেক্ষা করে থাকতে হয় এবং কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল ফিশিং হারবারের আধিকারিক অরিন্দম সেনগুপ্তকে। তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনও প্রশ্নের উত্তরই দিতে চাননি। এটা অফিসের ‘ইন্টারনাল ম্যাটার’ বলে, ব্যাপারটি এড়িয়ে যান। কিন্তু অন্যদিকে দীর্ঘদিন ওই অস্থায়ী কর্মীরা বেতনের টাকা না পেয়ে কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।