TRENDING:

East Medinipur News: ১১ মাস বন্ধ বেতন, শংকরপুর ফিশিং হারবারে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের 

Last Updated:

East Medinipur News: সরকারি শংকরপুর ফিশিং হারবারে দীর্ঘদিন বেতন না পেয়ে অফিসের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে অস্থায়ী কর্মীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৈকত শী, দিঘা: দীর্ঘদিন ধরে বন্ধ বেতন। বেতনের দাবিতে এর আগেও আন্দোলনে নেমেছিলেন অস্থায়ী কর্মীরা। কিন্তু সে বার শুধু মিলে ছিল আশ্বাস! তাই বাধ্য হয়ে ১ অগাস্ট, মঙ্গলবার অফিসের গেটে তালা ঝোলালেন অস্থায়ী কর্মীরা। ওই অস্থায়ী কর্মীদের দাবি, তাঁরা প্রায় এক বছর ধরে বেতন পাচ্ছেন না। ফলে সংসার-সহ চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন। ওইসব অস্থায়ী কর্মীদের দাবি, বেতন সমস্যা স্থায়ীভাবে মেটানোর জন্যই তাঁরা বিক্ষোভে শামিল হয়েছেন।
advertisement

শংকরপুর ফিশিং হারবারে ৩০ জন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বেতন পাচ্ছেন না। অস্থায়ী কর্মী বেতন না পাওয়ায় এর আগে তাঁরা ২৭ দিন কর্মবিরতি পালন করেছিলেন। তখন তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৬ মাসের বেতন একসঙ্গে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরও সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি। ওই অস্থায়ী কর্মীদের এখন পর্যন্ত মোট ১১ মাসের বেতন বাকি রয়েছে। তাই এদিন আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে শংকরপুর ফিশিং হারবারে অবস্থান-বিক্ষোভে বসেন কর্মীরা। তাঁদের দাবি, বেতন নিয়ে গড়িমসি করছে কর্তৃপক্ষ। যার ফলে আর্থিক সমস্যায় পড়তে হয়েছে তাদের। বাধ্য হয়ে তাঁরা অফিসের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ করছেন।

advertisement

View More

অফিসে ঢুকতে না পেরে কার্যত বাইরে অপেক্ষা করে থাকতে হয় এবং কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল ফিশিং হারবারের আধিকারিক অরিন্দম সেনগুপ্তকে। তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনও প্রশ্নের উত্তরই দিতে চাননি। এটা অফিসের ‘ইন্টারনাল ম্যাটার’ বলে, ব্যাপারটি এড়িয়ে যান। কিন্তু অন্যদিকে দীর্ঘদিন ওই অস্থায়ী কর্মীরা বেতনের টাকা না পেয়ে কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ১১ মাস বন্ধ বেতন, শংকরপুর ফিশিং হারবারে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল