আরও পড়ুন: পর্যটকদের জন্য ষষ্ঠী থেকে নবমী পুজো স্পেশাল ট্রেন ছাড়বে সাঁতরাগাছি থেকে
এই বছর পূর্ব মেদিনীপুর জেলার চারিদিকে বহু বড় বাজেটের পুজো হচ্ছে। দুর্গাপুজোয় মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে উদ্যোগী পুজো উদ্যোক্তারা। ফলে মণ্ডপ সেজে উঠছে নানান থিমে। সেই পথে হেঁটেই পাঁশকুড়া শহরের প্রতাপপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম ভাবনায় ইন্দ্রপুরী।
advertisement
পাঁশকুড়া প্রতাপপুর সার্বজনীনের দুর্গাপুজো এবার ৫৮ বছরের পড়ল। বেশ কয়েক বছর ধরে এই দুর্গাপুজো জেলায় বড় বাজেটের পুজো হিসেবে সুনাম অর্জন করেছে। গত কয়েক বছরে একের পর এক থিম দিয়ে চমকে দিয়ে বেশ কিছু পুরস্কার পেয়েছে তারা। সেই ধারা এবারেও বজায় রাখতে উদ্যোগী উদ্যোক্তারা। তাঁদের এ বছরের পুজোর থিম ইন্দ্রপুরী। দক্ষিণ ভারতের একটি মন্দিরকে থিমের মাধ্যমে কাল্পনিক চিন্তা ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের কারুকার্যে স্থান পেয়েছে স্পঞ্জ, পাট, শোলা এবং থার্মকলের কাজ। এছাড়াও থাকছে বাহারি আলোক সজ্জা। পাশাপাশি সাউন্ড এফেক্ট দিয়ে মণ্ডপের ভিতরে স্বর্গলোকের আবহ তৈরি করা হয়েছে।
পাঁশকুড়া প্রতাপপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা। উদ্যোক্তাদের আশা তাঁদের এই থিম এবং তার জন্য আয়োজন দর্শনার্থীদের পছন্দ হবে।
সৈকত শী