আরও পড়ুন: বাড়ি ফিরে আর চিকিৎসা করা হল না! ট্রেনেই মৃত্যু ডেঙ্গি আক্রান্ত যুবকের
তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো বেশ নামকরা। জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন পুরস্কারও জিতেছে। সেই তাদেরই খুঁটি পুজো হল। এই খুঁটি পুজোর ধারণা এসেছে শত বছরের পুরানো রীতি থেকে। আগে পুজো মানে বনেদি বাড়ির পুজো। তখনকার দিনের দুর্গাপুজো এখনকার মতো বারোয়ারী ছিল না। না ছিল পুজোর কোনও থিম না ছিল দেবীকে ভিন্নভাবে সাজানোর প্রতিযোগিতা। রথযাত্রার দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালানগুলিতে প্রতিমার কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হতো দুর্গাপুজোর প্রস্তুতি।
advertisement
তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এই বছর ৩০ তম বর্ষে পদার্পণ করল। এ বছরের তাদের থিম ওড়িশার ধবলগিরি মন্দির। পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। খুঁটি পুজোর পাশাপাশি এদিন সামাজিক কাজকর্ম হিসেবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও খুঁটি পুজোর পাশাপাশি এদিন ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন তমলুক শহরের শঙ্কর আড়া খালের উপর একটি ঘাটেরও উদ্বোধন করা হয়। ঘাটটি জনসাধারণের উদ্দেশ্যে নির্মিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার উপ-পুরপ্রধান লীনা মাভৈঃ রায়, তাম্রলিপ্ত পুরসভার কাউন্সিলর চঞ্চল খাড়া, গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ক্লাবের সদস্যরা।
সৈকত শী