আরও পড়ুন: ডিজিটাল ইন্ডিয়ার যুগেও অন্ধকারে ঢেকে সূর্যনগর! আজও আসেনি বিদ্যুৎ সংযোগ
বৈশাখ মাস মানেই চাষের জমি থেকে পাকা ধান ঘরে তোলার সময়। পূর্ব মেদিনীপুর কৃষি প্রধান জেলা। এই জেলায় ব্যাপক পরিমাণে আমন ও বোরো ধানের চাষ হয়। বৈশাখ মাসের শুরু থেকেই বোরো ধান ঘরে তোলা শুরু করেন কৃষকরা। কিন্তু অসময়ের প্রবল বৃষ্টি তাঁদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
advertisement
মহিষাদল সহ জেলার বিস্তীর্ণ এলাকায় দেখা যায় বৃষ্টির কারণে মাঠের ধান জলে ভাসছে। আবার ঝড়ে ধান গাছ নুয়েও পড়েছে বহু জায়গায়। এই অবস্থায় বোরো ধান চাষিরা ধান চাষে প্রভূত ক্ষতির আশঙ্কা করেছেন। হরিপদ বেরা নামে এক চাষি জানান, সারের দাম বাড়ায় চাষের খরচ অনেকটা বেড়ে গিয়েছে। ফলে ধান চাষ আর আগের মত লাভজনক নয়। এর উপর অসময়ের বৃষ্টি এসে চাষের ক্ষতি করায় আদৌ লাভের মুখ দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সৈকত শী