TRENDING:

East Medinipur News: 'স্বস্তির' বৃষ্টিতে মাথায় হাত চাষিদের

Last Updated:

বৈশাখ মাসের শুরু থেকেই বোরো ধান ঘরে তোলা শুরু করেন কৃষকরা। কিন্তু অসময়ের প্রবল বৃষ্টি তাঁদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: কথায় আছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। তীব্র গরমে পুড়তে থাকা দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তির এনে দিয়েছে বৃহস্পতিবারের বৃষ্টি। শুক্রবার বিকেলের পর থেকে আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিন্তু এই 'স্বস্তির' বৃষ্টির কারণেই মাথায় হাত ধান চাষিদের। ধান প্রায় পুরোটাই পেকে এসেছে। এই সময়ে শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হল চাষের। এর ফলে ধান গাছ থেকে ঝরে পড়ার পাশাপাশি চাষের জমিতে জল জমে গিয়ে সব ধান মাঠেই পচে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
advertisement

আরও পড়ুন: ডিজিটাল ইন্ডিয়ার যুগেও অন্ধকারে ঢেকে সূর্যনগর! আজও আসেনি বিদ্যুৎ সংযোগ

বৈশাখ মাস মানেই চাষের জমি থেকে পাকা ধান ঘরে তোলার সময়। পূর্ব মেদিনীপুর কৃষি প্রধান জেলা। এই জেলায় ব্যাপক পরিমাণে আমন ও বোরো ধানের চাষ হয়। বৈশাখ মাসের শুরু থেকেই বোরো ধান ঘরে তোলা শুরু করেন কৃষকরা। কিন্তু অসময়ের প্রবল বৃষ্টি তাঁদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

advertisement

View More

মহিষাদল সহ জেলার বিস্তীর্ণ এলাকায় দেখা যায় বৃষ্টির কারণে মাঠের ধান জলে ভাসছে। আবার ঝড়ে ধান গাছ নুয়েও পড়েছে বহু জায়গায়। এই অবস্থায় বোরো ধান চাষিরা ধান চাষে প্রভূত ক্ষতির আশঙ্কা করেছেন। হরিপদ বেরা নামে এক চাষি জানান, সারের দাম বাড়ায় চাষের খরচ অনেকটা বেড়ে গিয়েছে। ফলে ধান চাষ আর আগের মত লাভজনক নয়। এর উপর অসময়ের বৃষ্টি এসে চাষের ক্ষতি করায় আদৌ লাভের মুখ দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: 'স্বস্তির' বৃষ্টিতে মাথায় হাত চাষিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল