আরও পড়ুন: অন্ধকারে ঢেকেছে গৌড়েশ্বর সেতু
গত ২৯ এপ্রিল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পরিদর্শনে এসে নির্মাণ কাজের ভারপ্রাপ্ত এজেন্সিকে ধমক দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জানিয়েছিলেন দ্রুত নির্মাণ কাজ শেষ করতে হবে। বৃহস্পতিবার আবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পরিদর্শন করেন তিনি। সবকিছু ভাল করে খুঁটিয়ে দেখেন। এর পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে জেলাশাসক মেডিকেল কলেজের অসমাপ্ত নির্মাণ কাজ বর্ষার আগে শেষ করার নির্দেশ দেন।
advertisement
জেলাশাসকের এর আগের পরিদর্শনে সময় ধমক খেয়ে নির্মাণ কাজে গতি বাড়ায় ভারপ্রাপ্ত বেসরকারি সংস্থাটি। তবে এবার বর্ষার আগে কাজ সম্পন্ন করার নির্দেশ আসায় আরও তৎপরতার সঙ্গে নির্মাণ কাজ চালাতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার শেষ পর্যন্ত বর্ষার আগে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ হয় কিনা।
সৈকত শী