আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া যায় দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। এদিন অর্থাৎ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আবহাওয়ার তারতম্যের কারণে দিঘায় সকালবেলা সমুদ্র সৈকত ঢেকে গিয়েছে কুয়াশায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর থেকে একচুলও কম না, দিকেদিকে বড় বড় সরস্বতী পুজো! কোথায়? যাবেন নাকি!
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশী। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। সকালের দিকে কুয়াশা আবার কোথাও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।
আরও পড়ুন: উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। কাঁথি শহরের প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। জানুয়ারি মাসেই শীত উধাও কাঁথিতে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার তারতমের কারণে জেলার বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা আবার কোথাও হালকা কুয়াশা। আকাশ সকালের দিকে কুয়াশায় ঢাকা। বেলা বাড়লে কুয়াশা সরিয়ে মেঘের দেখা মিলবে। আগামিকাল দীঘা সহ জেলা সর্বত্রই সকালের দিকে কুয়াশা ও কুয়াশা সরলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।