পর্যটকদের আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য যেভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার মধ্যে নতুন সংযোজন এই প্রমোদতরী। জানা যায়, হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির তরফ থেকে এমভি নিবেদিতা নামে একটি প্রমোদতরী দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রমোদতরী মধ্য দিয়েই পর্যটকরা দিঘায় এসে সমুদ্র যাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। এই প্রমোদতরীতে দিঘা মেরিন ড্রাইভ থেকে শৌলা পর্যন্ত ২৯ কিলোমিটার রাস্তা সমুদ্র যাত্রার মধ্য দিয়ে উপভোগ করতে পারবেন পর্যটকরা।
advertisement
আরও পড়ুন: বয়স যতই বাড়ুক, যৌবন থাকবে রঙিন! ত্বক হবে বলি স্টারদের মতো! সকালে খান এই বাদাম!
আরও পড়ুন: মাঝ রাস্তায় নায়িকাকে চেপে ধরে চুমু ভক্তের! বাংলাদেশে একী কাণ্ড! ভাইরাল ভিডিও
সমুদ্রে যাত্রা করার পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। এছাড়াও বিলাসবহুল এই প্রমোদতরীতে পর্যটকদের জন্য থাকছে নানান ধরনের বিনোদনের ব্যবস্থা। রেস্তোরাঁ ছাড়াও এখানে থাকবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রমোদতরী শংকরপুরের ন্যায়ে কালীমন্দির সংলগ্ন বিচ থেকে ছাড়বে এবং তারপর বিভিন্ন খাড়ি ঘুরে দেখানো হবে। আবার অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রেও পর্যটকরা এই প্রমোদতরী ভাড়া নিতে পারবেন। এছাড়াও ব্যক্তিগতভাবে অনুষ্ঠান অথবা পার্টির জন্য এই প্রমোদতরী ভাড়া নেওয়া যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর পুজোর আগেই দিঘায় চালু হয়ে যাবে এই প্রমোদতরী। তবে এর জন্য কত ভাড়া অথবা কি কি ব্যবস্থা থাকছে তা সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয়। এর পাশাপাশি এই প্রমোদতরীতে বিনোদনের জন্য কিভাবে টিকিট বুকিং করতে হবে সেইসব বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Saikat Shee