বয়স ৪০-এর ঘরে গেলেই ছাপ পড়তে শুরু করে ত্বকে। চোখের কোণ কুচকে যাওয়া। গালের ত্বকে ঢিলে ভাব। গলার চামড়া কুচকে যাওয়া। নানা কিছু হতে থাকে। আর এই সময় বয়সের ছাপ থেকে মুক্তি পেতে অনেক রকম প্রসাধনির ব্যবহার করি আমরা। তবে কি জানেন শুধু রূপচর্চা করলেই বয়স ধরে রাখা সম্ভব নয়। দরকার সঠিক ডায়েট। আর এই তিন বাদাম নিয়ম মেনে খেতে পারলেই হবে ম্যাজিক। photo source collected