দর্শনীয় স্থানের পাশাপাশি এবার দিঘা, পুরীর আদলে জগন্নাথ দেব মন্দিরের কারণে ধর্মীয় স্থান হয়ে উঠবে। এমনই আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা থেকে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর জোর গতিতে চলছে এখানকার কাজ এবং সেই কাজের গতি পরিদর্শনে ৪ এপ্রিল মঙ্গলবার দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা রেলওয়ে স্টেশনের পাশে কাছে ভগীব্রহ্মপুর মৌজায়। এই মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি হওয়ার পাশাপাশি হচ্ছে ৬৫ মিটার উচ্চ অর্থাৎ পুরীর মন্দিরের সমান।
advertisement
আরও পড়ুন: কামনা পুকুর! ডুব দিলেই ঘটছে নানা অলৌকিক কাণ্ড! সন্তান থেকে চাকরি মিলছে! দূরে যাচ্ছে রোগ!
আরও পড়ুন:
৫০০ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমির উপর তৈরি করা হচ্ছে এই মন্দির এবং মন্দির তৈরি করার ক্ষেত্রে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর ব্যবহার করা হচ্ছে। এদিন দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ পরিদর্শনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই মন্দির আগামী দিনে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। পুরীর মন্দিরের সমান উচ্চতা হবে এই মন্দিরের। মন্দিরে ভোগশালা রথ রাখার জায়গার পাশাপাশি ভক্তদের বসার জায়গা থাকবে। তিনি আরো জানান পুরীর মন্দিরের থেকে দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ আলাদা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ নিম কাঠের তৈরি এখানে তা হবে মার্বেল পাথরের। আগামী এক বছরের মধ্যে মন্দির নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।
Saikat Shee