আরও পড়ুন কনে ব্রাজিল, বর আর্জেন্টিনা! বিয়ের তত্ত্বে একেবারে জম্পেশ লড়াই
ডিসেম্বর মাস হলেও প্রথম শনি-রবিবারে দিঘায় পর্যটকের ভিড় দেখা যায়নি। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় রবিবারের রাতের চিত্রটা সম্পূর্ণ আলাদা। দিঘায় প্রচুর পরিমাণে পর্যটকের আনাগোনা। উত্তাল সমুদ্র দেখতে রাতের দিঘার সমুদ্র সৈকত ভরে ওঠে পর্যটকে। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ ছাড়া শীতের সময় দীঘার সমুদ্র শান্তই থাকে। কিন্তু এবার মান্দাসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর তার প্রভাব দিঘাতেও। আর এই উত্তাল সমুদ্র দেখতে রাতে পর্যটকেরা ভিড় জমায় সৈকতে।
advertisement
আরও পড়ুন একটা পাতাও ঝরবে না, পচবেও না! ধনেপাতা থাকবে এভারগ্রিন! জেনে নিন ঘরোয়া 'ম্যাজিক'
সমুদ্র উত্তল থাকায় বড় বড় ঢেউ এসে ভাঙ্গে কংক্রিট বাঁধানো বসার জায়গায়। আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পর্যটকেরা। এছাড়াও হালকা শীতের আমেজ নিতে দিঘায় প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। আর তাই ডিসেম্বরের দ্বিতীয় রবিবার দিঘায় উপচে পড়া পর্যটকদের ভিড়। তাতে খুশি দিঘার হোটেল ব্যবসায়ী থেকে অন্যান্য দোকানদার সহ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন।
Saikat Shee