আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, আহত কিশোর
রাজ্যের অন্যান্য এলাকার মতো পূর্ব মেদিনীপুরের তমলুকেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। শহরবাসীকে এই বিপদ থেকে বাঁচাতে ড্রেনের উপর গড়ে ওঠা নির্মাণকাজ ভাঙার কাজ শুরু করল তাম্রলিপ্ত পুরসভা। সোমবার এই কারণে বেশ কিছু অবৈধ দোকান ভেঙে দেয় পুর কর্তৃপক্ষ। তাম্রলিপ্তের পুরপ্রধান দীপেন্দ্র নারায়ন রায় কাউন্সিলরদের নিয়ে এই উচ্ছেদ অভিযানে শামিল হন।
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে পুরপ্রধান বলেন, ডেঙ্গির প্রকোপ কমাতে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই অভিযান চলাচ্ছি। সচেতনতার বার্তা তুলে ধরে মানুষকে সাবধান করে দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরসভার নর্দমাগুলোর উপর অনেকে ঝুপড়িঘর বা দোকান করেছে। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সাফাই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে তিনি জানান।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 7:32 PM IST