এবার পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে বামেরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের শরিক দল সিপিআই নির্ণায়ক ভূমিকায়।
advertisement
পঞ্চায়েতের বোর্ড গঠনে সি পি আই এর জয়ী প্রার্থী ভরসা। কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫ টি। পঞ্চায়েতে জয়ের আসন সংখ্যার বিচারে তৃণমূল বিজেপি একই জায়গায়। বৃন্দাবনচক গ্ৰাম পঞ্চায়েতের ১২ টি আসনে জয়লাভ করেছে তৃনমূল।১২ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বাকি একটি আসনে জয়ী সিপি আই। আর ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য মোট ১৩ জন জয়ী প্রার্থীর সমর্থনের প্রয়োজন। ফলে বিজেপি-তৃণমূল উভয় দলই ১২টি করে আসন জয় লাভের পর ছুটেছে সিপিআই থেকে জয়ী প্রার্থীর বাড়ি। নিজেদের পঞ্চায়েত বোর্ডে সিপিআই এর সমর্থন চায় উভয় দলই।
আরও পড়ুন Woman illegal activity: মহিলার ব্যাগের চেন খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল কন্ডোমের প্যাকেট!
বোর্ড গঠনে তৃণমূল ও বিজেপি দুই দলই আশাবাদী। বিজেপির দাবি, সিপিআই এর জয়ী প্রার্থী সহ তৃণমূল বেশ কয়েকজন প্রার্থীরা যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে। কারণ দুর্নীতিমুক্ত অঞ্চল গড়ার লক্ষ্যে তারা কাজে নেমেছে, দাবি বিজেপির। তারা বোর্ড গঠন করবে আশাবাদী। অন্যদিকে বিজেপির দাবিকে কার্যত নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কোলাঘাট ব্লক সভাপতি অসীম মাঝি জানান, ‘তৃণমূল থেকে কেউ বিজেপিতে যাবে না। বরং বিজেপির জয়ী প্রার্থীরা ওই পঞ্চায়েত বোর্ড গঠনে তাদের সমর্থন জানাবে।’
বৃন্দাবন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সমান সংখ্যক আসনে জয় লাভ করায় ফলে নির্ণায়ক ভূমিকা রয়েছে সিপিআই এর জয়ী প্রার্থী। সিপি আই জয়ী প্রার্থীর হাতে রয়েছে বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েত গড়ার মূল অস্ত্র। যদিও এ বিষয়ে সিপিআই জয়ী প্রার্থী অনুপ মাইতি জানান, তিনি দলের নির্দেশে নিরপেক্ষ থাকবেন। কোন দলকে সমর্থন করবেন না। দুই দলেরই নেতারা আসছে তাঁর বাড়িতে। কিন্তু দলের নির্দেশে তিনি নিরপেক্ষ থাকবেন। আগামী ৯ আগস্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড কার দখলে যায় তা সময়ই বলবে।
Saikat Shee