অবশেষে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস বন্ধ করা হয়েছে ওই রুমগুলিতে। এলাকার রাজনগর, রাধানগর চক, কলাগেছ্যা, ছয়পুকার, চুনাখালি, দয়ালদাসী, শ্যামসুন্দরপুর, মন সন্তোষ, সাওরাবেড়িয়া জালপাই, খিরিশতলা, পানি স্মৃতি পুরুলিয়া কালাপিনা এইরকমই ১৩ টি গ্রামের ছাত্র-ছাত্রীরা এই স্কুলে আসে। বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২০০।
আরও পড়ুনঃ মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা!
advertisement
স্কুলের বিল্ডিং এতটাই খারাপ যে ভয়ে ছাত্র-ছাত্রী অভিভাবকরা স্কুলে পাঠাতে চাইছে না তারা অন্য জায়গায় ভর্তি করাতে চাইছেন। ক্লাস করতে ভয় পাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারও ক্লাসে যেতে চাইছে না। ছাত্রছাত্রীরা ভয়ে ভয়ে থাকে কখন তাদের মাথায় পড়বে বড় বড় চাঙড়। স্কুলের সামনে মাঠে তারা টিফিনে খেলাধুলা করতে পারে না। যে কোনও মুহূর্তে বিল্ডিং ভেঙে পড়তে পারে তাদের উপর এই আশঙ্কায়।
আরও পড়ুনঃ দিঘায় দানবীয় জলোচ্ছ্বাস! সকাল থেকেই প্রশাসনের সতর্কতা অবলম্বন
স্কুলের পক্ষ থেকে এলাকার বিধায়ক, বিডিও, ডিআই, ডি এম, সবাইকেই জানিয়েছেন কিন্তু আজও পর্যন্ত কোন ফল হয়নি। স্কুলের ১৮ টি ক্লাসরুম আজও বেহাল। বর্তমানে স্কুল কর্তৃপক্ষ রোটেশন অনুযায়ী বিভিন্ন ক্লাসের ক্লাস করাচ্ছেন স্কুলের হস্টেলে ও অডিটোরিয়ামে।
Saikat Shee