Purba Medinipur News: দিঘায় দানবীয় জলোচ্ছ্বাস! সকাল থেকেই প্রশাসনের সতর্কতা অবলম্বন

Last Updated:

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশা উপকূল ধরে স্থলভাগের দিকে অগ্রসর হলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। রবিবারের পর সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে।

+
দিঘায়

দিঘায় দানবীয় জলোচ্ছ্বাস 

#পূর্ব মেদিনীপুর : বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশা উপকূল ধরে স্থলভাগের দিকে অগ্রসর হলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। রবিবারের পর সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী গভীর নিম্নচাপে বৃষ্টি ও ঝড়ো হওয়ায় উত্তাল সমুদ্র। দিঘায় তীব্র জলোচ্ছ্বাস সকাল থেকেই। দিঘায় দানবীয় জলোচ্ছ্বাস গাড়োয়াল টপকে জল ঢুকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি।
সোমবারও আকাশের মুখ ভার। ‌ জারি করা হয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর জেলা সহ দিঘায় কখনও মুষলধারে তো কখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। উত্তাল দিঘার সমুদ্র। গাড়োয়াল টপকে জল ঢুকছে। জলমগ্ন মেরিন ড্রাইভ সহ দিঘার বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ঘন ঘন মাইকিং করা হচ্ছে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু ঘাটে দড়ি দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্রের হদিশ হাওড়ার লিলুয়ায়
বেশ কিছু উৎসুক পর্যটক হোটেল থেকে বেরিয়ে এসে জলোচ্ছ্বাসের জলে গা ভিজিয়ে নিচ্ছেন। মৎস্যজীবীদের ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেলা যত বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ তত বাড়ছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে সমুদ্র উত্তল থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে তমলুকে ডেঙ্গুর উত্থান! তৎপর পৌর প্রশাসন
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলে বাড়তি নজরদারি প্রশাসনের। দিঘা সৈকত সরণী জুড়ে পুলিশ ও নুলিয়াদের নজরদারি চলছে। সৈকত সরণী জুড়ে দড়ির ব্যারিকেড করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কোনও পর্যটক ব্যারিকেডের কাছাকাছি গেলেই তৎক্ষণাৎ হুইসেল বাজিয়ে সতর্ক করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই প্রশাসনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ এই প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলা করার।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: দিঘায় দানবীয় জলোচ্ছ্বাস! সকাল থেকেই প্রশাসনের সতর্কতা অবলম্বন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement