Purba Medinipur News: মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা!

Last Updated:

ক্যালেন্ডারের পাতায় আশ্বিন মাসের শুরু। আশ্বিন মাস বাঙ্গালীদের উৎসবের মাস। সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার মাস এই আশ্বিন। রাস্তার পাশে হাওয়ায় দোল খাওয়া কাশফুল জানান দেয় শারদীয়া জাগ্রত দ্বারে।

+
কৃত্রিম

কৃত্রিম উপায়ে প্রতিমা শুকাচ্ছেন প্রতিমা শিল্পী

#পূর্ব মেদিনীপুর : ক্যালেন্ডারের পাতায় আশ্বিন মাসের শুরু। আশ্বিন মাস বাঙ্গালীদের উৎসবের মাস। সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার মাস এই আশ্বিন। রাস্তার পাশে হাওয়ায় দোল খাওয়া কাশফুল জানান দেয় শারদীয়া জাগ্রত দ্বারে। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় শরতের নীল আকাশে পেজা পেজা তুলোর মতো সাদা মেঘের জায়গায় কালো মেঘের ঘনঘটা। কালো মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা। থেকে থেকে বৃষ্টি কার্যত দিশেহারা করে দিয়েছে প্রতিমা শিল্পীদের। দুর্গাপুজো এবার কিছুটা এগিয়ে এসেছে। অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো।
২৫ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার আগমনী সুরে শরৎ প্রকৃতি সেজে ওঠে মহামায়া দুর্গার আগমনে। দিকে দিকে পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। কিন্তু বৃষ্টির কারণে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ ব্যাহত হচ্ছে। প্রতিমা নির্মাণের জন্য রৌদ্রকরোজ্জল আবহাওয়ার প্রয়োজন। কিন্তু বর্তমানে মেঘ বৃষ্টির খেলায় শিল্পীরা স্বাভাবিক উপায়ে প্রতিমা শুকনো করতে পারছেন না।
আরও পড়ুনঃ চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্রের হদিশ হাওড়ার লিলুয়ায়
অন্যদিকে সময়ের মধ্যে প্রতিমা সম্পূর্ণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তাঁরা। ফলে বাধ্য হয়েই কৃত্রিম উপায়ে প্রতিমা শুকনো করতে হচ্ছে তাঁদের। কৃত্রিমউপায়ে প্রতিমা শুকিয়ে নিলেও রঙ করার সময় রঙের উজ্জ্বলতা ফিকে পড়ছে। তমলুকের সোনাপেত্যা টোল প্লাজার পাশেই প্রতিমা শিল্পী ধীমান মাইতির ষ্টুডিও। দু'বছর করোনার কালে সেভাবে বরাত না এলেও এবার ছোট বড় মিলিয়ে প্রায় ৩০ টির বেশি দুর্গা প্রতিমা তৈরীর বরাত পেয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ যামিনী রায়ের ছবিতে সেজে উঠছে পুজো মণ্ডপ! এ যেন ছবির মিউজিয়াম!
যার মধ্যে বেশিরভাগ থিমের দুর্গা প্রতিমা নির্মাণের বরাত। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় বৃষ্টির কারণে প্রতিমা নির্মাণের কাজে বাধা পাচ্ছেন। শুধু ধিমান মাইতি নয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার দুর্গা প্রতিমা নির্মাণ শিল্পীরাই সমস্যার মুখে। তবুও দিনরাত এক করে কাজ করছেন, সময়ে দুর্গা প্রতিমা মন্ডপে পৌঁছে দেওয়ার জন্য।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement