দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে হয়েছে অন্যদিকে জগন্নাথ মন্দির নির্মাণ চলছে। এছাড়াও বিশ্ব বাংলা পার্ক, ঢেউ সাগর পার্ক দিঘার মুকুটে নয়া পালক জুড়েছে।
আরও পড়ুন- চরম ঘনিষ্ঠতায় মত্ত সলমন! সোমির সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, পরের ঘটনা শুনলে আঁতকে উঠবেন
আরও পড়ুন- শুধু বসে থাকলেই কমবে কোলেস্টেরল! মাত্র ৭ দিনেই ম্যাজিকের মতো ঝরবে ওজনও, জানুন কী করবেন
advertisement
বিশ্ব বাংলা পার্কে এবার কবিগুরুর রবীন্দ্রনাথ এবং নন্দলাল বসুর সৃষ্টি স্থান পেল। বিশ্ব বাংলা পার্কে কবিগুরুর সহজপাঠ কথা এবং সহজ পাঠে নন্দলাল বসুর আঁকা প্রতিকৃতি স্থান পেল। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সহজ পাঠ বইটি ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে এ প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে! সদ্য পড়তে শেখা ছাত্র-ছাত্রীদের অজানা নন্দলাল বসুর অসাধারণ আঁকার শিল্পকর্ম।
ওল্ড দিঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে প্রথম বিশ্ব বাংলা উদ্যান। সেখানে জেলাশাসকের বাংলো কল্যাণ কুঠিরের দেওয়ালে সহজ পাঠ বইয়ে রবীন্দ্রনাথের ছড়ার সঙ্গে যেভাবে নন্দলাল বসু ছবি এঁকেছেন, হুবহু সেই লেখা ও ছবিই চিত্রিত হয়েছে। আক্ষরিক অর্থেই আরও নতুন করে সেজে উঠছে বিশ্ব বাংলা উদ্যান। দেওয়াল জুড়ে পানের পিক কিংবা বিজ্ঞাপনী আবর্জনায় দৃশ্যদূষণ চিরাচরিত ঘটনা। পর্ষদ কর্তাদের আশা, এই নান্দনিক দৃশ্য তা নিয়ন্ত্রণে সহায়ক হবে। সহজ পাঠের এই চিত্রাঙ্কন পর্যটকদের আরও বেশি আবেগঘন করে তুলবে। আর দেওয়ালজুড়ে এমন চিত্র ফুটে উঠলে দৃশ্যদূষণ থেকেও মুক্তি মিলবে।
Saikat Shee