এগরার বিস্ফোরণের তদন্তের ভার সিআইডি-র উপর তুলে দেয় রাজ্য পুলিশ। সেই মতো ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। বিস্ফোরণের ঘটনায় প্রথমে ভানু বাগের ছেলে ছেলে এবং ভাইপোকে আগেই গ্রেফতার করা হয়েছে৷ এগরায় ভানু বাগের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায়, তাঁর স্ত্রীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের সিআইডি। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে গ্রেফতার করা হয়৷ সেখানে তাঁর ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে গীতা বাগকে৷
advertisement
প্রসঙ্গত এই ঘটনার মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জড়িতে থাকায় তাঁর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিতকে কটকের দু’টি পৃথক এলাকা থেকে গ্রেফতার করে রাজ্যে আনা হয় ৷ তবে, ভানু বাগের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক ছিলেন ৷ প্রথমে গীতা বাগকে ধরার জন্য সিআইডি-র একটি দল ওড়িশায় গিয়েছিল৷ সিআইডি সূত্রে খবর ছিল, গীতা বাগ ওড়িশার বালাসোরে গা ঢাকা দিয়েছিলেন৷ কিন্তু, সেখানে তাঁর কোনও হদিশ পাননি তদন্তকারী দলের প্রতিনিধিরা৷
অবশেষে মঙ্গলবার গোপন সূত্র মারফৎ সিআইডি খবর পায়, গীতা বাগ তাঁর ভাইয়ের বাড়িতে ফিরেছেন ৷ মঙ্গলবার রাত্রেই পুলিশকে সঙ্গে নিয়ে সিআইডি আধিকারিকরা রামনগরে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।
এ দিন গীতা বাগকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের বাসিন্দারা দোষীদের কড়ার শাস্তির দাবি জানিয়েছিলেন৷
Saikat Shee