ভাইফোঁটায় অঙ্গ হিসাবে খাওয়ার দাওয়ার চলে আসে। ফলে ভাইফোঁটায় বাজার কার্যত আগুন। বিশেষ করে মাছের বাজারে। এ বার ভাইফোঁটা বৃহস্পতিবারে হওয়ায় বেশিরভাগ মানুষ মাংস ছেড়ে মাছের বাজারে ভিড় করেছে। অন্যান্য দিনের তুলনায় মাছের বাজার দ্বিগুণ। তমলুকের বিভিন্ন বাজারে এ দিন সকালের মাছের দরে কার্যত আগুন লেগেছে। চিংড়া, ভেটকি, ইলিশ, পাবদা, পমফ্লেটের পাশাপাশি পোনা মাছেরও দাম অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ।
advertisement
আরও পড়ুনঃ উৎসবমুখর টলিউড, ভাইফোঁটায় শামিল শুভশ্রী-পাওলি-অঙ্কুশ-জীতু, দেখুন ছবি
তমলুকের বাজারে চিংড়া মাছের দর এক হাজার টাকা প্রতি কিলোগ্রাম। ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা। ভেটকি ৯০০ টাকা কেজি। পমফ্লেট মাছ ৯৫০ টাকা কেজি। কাতলা মাছ ৩৫০ টাকা। রুই মাছ ২৫০ টাকা। শুধু মাছ নয় মাছের পাশাপাশি ভাতৃদ্বিতীয় উপলক্ষে ফলমূল ও শাক সবজির বাজারও তুলনায় অনেকটাই বেশি।
Saikat Shee