গভীর সমুদ্রে উপকূল রক্ষী বাহিনীর অনুসন্ধান জাহাজের জওয়ানরা চালাচ্ছে তল্লাশি। গভীর সমুদ্রে দুটি ট্রলার ঝড়ে উল্টে ডুবে যায়। একটি ট্রলারে থাকা ২৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে জওয়ানরা। বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফট গভীর সমুদ্রের বিচ্ছিন্ন এলাকায় আকাশ থেকে অনুসন্ধানের কাজ চালাচ্ছে এবং বাহিনীর ২টি উদ্ধারকারী জাহাজ আই সি জি এস আনমোল (ICGS ANMOL) এবং আই সি জি এস ভরত (ICGS VARAD) অনুসন্ধান কাজে যুক্ত রয়েছে বলে জানা যায় উপকূল রক্ষী বাহিনী মারফত।
advertisement
আরও পড়ুনঃ কো-অপারেটিভ ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্ক পরিষেবা চালু! রাজ্যে প্রথম
হলদিয়ায় নিযুক্ত থাকা ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এক অফিসার জানান,'উদ্ধার হওয়া মৎস্যজীবীরা বাহিনীর উদ্ধারকারী জাহাজে আছেন। তাদের প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।'
আরও পড়ুনঃ মাছ চাষে যুগান্তকারী পদক্ষেপ! প্রজননক্ষম মাছের হল টিকাকরণ
প্রসঙ্গত শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের ঝড় বৃষ্টির কারণে বাংলাদেশের অনেকগুলি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়। বাংলাদেশের অনেক মৎস্যজীবী সহ ট্রলার ভারতীয় জল সীমানার মধ্যে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ঝড় বৃষ্টিতে সমুদ্র উত্তাল থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওইসব মৎস্যজীবীদের ট্রলার।
Saikat Shee