পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থীদের। পাঁশকুড়া ব্লকের কেশাপাট গ্রাম পঞ্চায়েত এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েত জয়লাভ করেছে বিজেপি। আর তারপরেই এবার গুরুতর অভিযোগ পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের। ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে আসছে দলে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা। আর তার মধ্যস্থতা করছেন বিজেপিরই দলের জেলা সভাপতি তপন ব্যানার্জি, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক ও জেলা নেতৃত্বরা। এমনই গুরুতর অভিযোগ করেন বিজেপির জয়ী প্রার্থীরা। এমনকি তৃনমূল কংগ্রেসে যোগদান করলে মিলবে প্রধান ও উপপ্রধানের পদ। অভিযোগের তীর নিজেদের দলের উপর নেতৃত্বের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন- সব্জির দামে আগুন! মূল্যবৃদ্ধির আসল কারণ শুনলে আঁতকে উঠবেন
আরও পড়ুন: জিতেই তৃণমূলে, ২৪ ঘণ্টার মধ্যেই খেলা ঘুরিয়ে দিল সিপিএম! পাঁশকুড়ায় জোর টানাপোড়েন
ওই দুটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে জয়ী প্রার্থীরা বাধ্য হয়ে তারা নিজেদের দল বাঁচাতে ও আগামীদিনে গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ঠাঁই নিয়েছেন। কারণ তারা মনে করছেন বাড়ি গেলেই তাদের ওপর জোর দিয়ে তৃনমূলে জোগদান করানো হবে। তৃনমূল কংগ্রেস ওই দুটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করবে। তাই দুই গ্রাম পঞ্চায়েতের মোট ২২ জন বিজেপির জেতা প্রার্থী সহ মোট ২৫ জন ভিন রাজ্যে আশ্রয় নিয়েছেন। যদিও এই অভিযোগে উড়িয়ে দিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জি।
Saikat Shee