পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রফিক বিভাগ পথ দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে। এবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাসিন্দা সোনা দোকানদার উত্তম ঘোড়াই তৈরি করেছে রোড সেফটি ডিভাইস। গাড়ি দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ পাঁশকুড়ার উত্তম ঘোড়াইয়ের। তৈরি করেছেন ডিসিপ্লিন সিগন্যাল। তার তৈরি এই মডেলে দুর্ঘটনা একেবারেই নির্মূল হয়ে যাবে বলেই আশা করছেন তিনি। ডিসিপ্লিন সিগন্যালের কারণে অটোমেটিক গাড়িতে হর্ন বাজবে। যার ফলে সেতু এবং পাহাড়ি রাস্তায় অপর প্রান্তের গাড়ি সেই হর্ণ শুনতে পাবে। যার ফলে এক্সিডেন্ট এড়ানো যাবে বলেই দাবি করছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পঠন পাঠন চালু
সাধারণ রাস্তাঘাটে যে দুর্ঘটনা হয় সেগুলো এড়ানোর জন্যও ব্যবস্থা রয়েছে এই মডেল এ। রাস্তা দিয়ে সুশৃংখল যাতায়াতের ৫০টি নিয়ম তুলে ধরা হয়েছে এই মডেলে। এই নিয়মগুলি মানুষকে রাস্তাঘাট সম্বন্ধে অবগত করবে বলেই তিনি মনে করছেন। পেশাগত ভাবে সোনার কাজ করেন। কিন্তু দিন দিন যেভাবে দুর্ঘটনার পরিমাণ বেড়ে চলেছে সেটা দেখেই তিনি এই আবিষ্কারের চিন্তাভাবনা করে।
আরও পড়ুনঃ শীতকালীন বোরো ধান চাষে জোয়ারের জল পেতে রাস্তা অবরোধ কৃষকদের
এবং সফল হয়েছেন এই মডেল তৈরির মাধ্যমে। যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে সেই কারণেই তার এই উদ্যোগ। তার এই মডেলকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য সরকারি সাহায্যের দাবি করছে। যাতে দুর্ঘটনা এড়িয়ে সাধারণ মানুষের জীবন বাঁচান যায় সেই কারণেই এই ভাবনা। উত্তম ঘোড়ায় এই রোড সেফটি ডিভাইস প্রশাসনের পক্ষ থেকে পথ দুর্ঘটনা এড়াতে ব্যবহার হয় কিনা তা আগামী বলবে।
Saikat Shee