Purba Medinipur News: শীতকালীন বোরো ধান চাষে জোয়ারের জল পেতে রাস্তা অবরোধ কৃষকদের

Last Updated:

নষ্ট হয়েছে খালে জল নিকাশি ব্যবস্থা ফলে বর্ষাকালে যেমন জলবন্দি হচ্ছে মানুষজন তেমনি আবার শীতকালে চাষবাসের জন্য পাওয়া যাচ্ছে না জোয়ারের জল। খাল সংস্কারের দাবিতে কৃষকদের রাস্তা অবরোধ।

+
Tamluk

Tamluk police station 

#তমলুক : নষ্ট হয়েছে খালে জল নিকাশি ব্যবস্থা ফলে বর্ষাকালে যেমন জলবন্দি হচ্ছে মানুষজন তেমনি আবার শীতকালে চাষবাসের জন্য পাওয়া যাচ্ছে না জোয়ারের জল। খাল সংস্কারের দাবিতে কৃষকদের রাস্তা অবরোধ। ২৫ নভেম্বর শুক্রবার ব্লকের কৃষক সংগ্রাম কমিটির সদস্যরা পায়রাটুঙ্গি খাল সংস্কার দাবিতে তমলুক পাঁশকুড়া বাস রাস্তার শ্রীরামপুরের কাছে অবরোধ করে। অবরোধে সামিল হয় স্থানীয় গ্রামের বাসিন্দারাও। পূর্ব মেদিনীপুর জেলা নদনদী খাল-বিল দ্বারা বেষ্টিত। কিন্তু বর্ষাকাল এলেই পূর্ব মেদিনীপুর জেলার মূল সমস্যা হয় জল।
বর্ষাকালে বৃষ্টির ফলে চারপাশ জলবন্দী হয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি ব্লকে। এই জলবন্দী হওয়ার কারণ হিসেবে উঠে আসছে দীর্ঘদিন ধরে নিকাশি কাল সেচ খাল সংস্কার না হওয়া। হাল সংস্কারের দাবিতে সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংগঠন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বেশ কিছু খাল সংস্কার হলেও জেলার অধিকাংশ খাল সংস্কার হয়নি। শীতকালে বোরো ধান চাষে জোয়ারের জলের প্রয়োজন হয়। এই খাল সংস্কার না হওয়ার কারণে একদিকে যেমন বর্ষাকালে জলবন্দী হয়ে পড়ে এলাকা তেমনি শীতকালে জোয়ারে জল আসে না চাষের জমিতে।
advertisement
আরও পড়ুনঃ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পঠন পাঠন চালু
তমলুক ব্লকের পায়রা টুঙ্গী খাল রূপনারায়ণ নদের সঙ্গে মিশেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই খাল সংস্কার না হওয়ার কারণে বদ্ধ হয়ে পড়েছে। ফলে বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে এলাকার তেমনি আবার শীতকালে নদীর জোয়ারের জল পাওয়া যায় না বোরো ধান চাষের জন্য। এই কাল সংস্কারের দাবিতে সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ও কৃষক সংগ্রাম কমিটির সদস্যরা বহুবার জেলা প্রশাসন ব্লক প্রশাসন এমনকি সেচ দফতরেও আবেদন জানিয়েছে কিন্তু খাল সংস্কার সেই তিমিরেই রয়ে গেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলায় চাইল্ড ম্যারেজ রোধে তৎপর প্রশাসন
একাধিকবার দাবি জানিয়ে মিলে যে শুধু প্রতিশ্রুতি হয়নি পায়রা টুঙ্গী খাল সংস্কার। ফলে সামনে বোরো চাষের মরশুমের জোয়ারে জল পাওয়া যাবে না বলে আশঙ্কা কৃষক সংগ্রাম কমিটির। তাই এই খাল দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করেন তারা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে তমলুক পাঁশকুড়া বাস রাস্তা। রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। তারপর ঘটনাস্থলে আসে তমলুক থানার আইসি সহ পুলিশ কৃষক সংগ্রাম কমিটির নেতৃত্বের সঙ্গে কথা বলে। এরপরই এদিনের মতো রাস্তা অবরোধ কর্মসূচি শেষ করে কৃষক সংগ্রাম কমিটি।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: শীতকালীন বোরো ধান চাষে জোয়ারের জল পেতে রাস্তা অবরোধ কৃষকদের
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement