পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র মেডিক্যাল কলেজ হাসপাতাল এই তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল। ফলে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি প্রান্তের পাশাপাশি হাওড়া জেলার গ্রামীণ এলাকার রোগীরা চিকিৎসা করাতে আসেন। কিন্তু চিকিৎসা করাতে এসেই খাবারদাবার সমস্যা হয় রোগীর পরিবারের লোকজনদের। তাদের বাইরের হোটেল থেকে অনেক বেশি পয়সা দিয়ে খাবার খেতে হয় ফলে রোগী দেখাতে এসে খাবার দাবার নিয়েও চিন্তায় থাকেন রোগীর পরিবার।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনের দুঃস্থ প্রান্তিক মানুষদের চোখের আলো ফেরাচ্ছেন বিধায়ক, দেখুন ভিডিও
হাসপাতাল চত্বরে এই মা ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকেন তমলুক মহকুমার শাসক বুদ্ধদেব পান, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শর্মিলা মল্লিক তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্য কাউন্সিলরগণ। এছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য বিভাগের চিকিৎসকগণ। মহাকুমা শাসক জানান, মা ক্যান্টিন থেকে জেলার প্রতিটি প্রান্ত থেকে আসা রোগীর পরিবারের লোকজন পুষ্টিকর খাবার পাবে এছাড়াও দুঃস্থ গরিবরাও খাবার পাবেন মাত্র ৫ টাকায়।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এই মা ক্যান্টিন সপ্তাহের প্রতিদিনই খোলা থাকবে, সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত খাবারের জন্য পাঁচ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে পারবে মানুষজন। দুপুর একটার সময় দেওয়া হবে খাবার। সরকারি ছুটির দিন বন্ধ থাকবে। হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন চালু হওয়ায় খুশি রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা।
Saikat Shee