TRENDING:

East Medinipur News|| ৫ টাকায় পেট পুরে খাবার, তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে চালু হল মা ক্যান্টিন 

Last Updated:

Maa Canteen at Tamluk Medical College Hospital: পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি প্রান্ত থেকে রোগী আসে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল চত্বরেই উদ্বোধন হল মা ক্যান্টিন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে শুভ উদ্বোধন হল মা ক্যান্টিনের। ১০ নভেম্বর বৃহস্পতিবার এই শুভ উদ্বোধন হয় মা ক্যান্টিনের। মূলত রোগীর পরিবার ও আত্মীয়-স্বজনদের পাঁচ টাকার বিনিময়ে দুপুরের ভাত-ডিম-ডাল ও সবজি তুলে দিতে এই উদ্যোগ।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র মেডিক্যাল কলেজ হাসপাতাল এই তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল। ফলে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি প্রান্তের পাশাপাশি হাওড়া জেলার গ্রামীণ এলাকার রোগীরা চিকিৎসা করাতে আসেন। কিন্তু চিকিৎসা করাতে এসেই খাবারদাবার সমস্যা হয় রোগীর পরিবারের লোকজনদের। তাদের বাইরের হোটেল থেকে অনেক বেশি পয়সা দিয়ে খাবার খেতে হয় ফলে রোগী দেখাতে এসে খাবার দাবার নিয়েও চিন্তায় থাকেন রোগীর পরিবার।

advertisement

আরও পড়ুনঃ সুন্দরবনের দুঃস্থ প্রান্তিক মানুষদের চোখের আলো ফেরাচ্ছেন বিধায়ক, দেখুন ভিডিও

হাসপাতাল চত্বরে এই মা ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকেন তমলুক মহকুমার শাসক বুদ্ধদেব পান, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শর্মিলা মল্লিক তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্য কাউন্সিলরগণ। এছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য বিভাগের চিকিৎসকগণ। মহাকুমা শাসক জানান, মা ক্যান্টিন থেকে জেলার প্রতিটি প্রান্ত থেকে আসা রোগীর পরিবারের লোকজন পুষ্টিকর খাবার পাবে এছাড়াও দুঃস্থ গরিবরাও খাবার পাবেন মাত্র ৫ টাকায়।

advertisement

View More

পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এই মা ক্যান্টিন সপ্তাহের প্রতিদিনই খোলা থাকবে, সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত খাবারের জন্য পাঁচ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে পারবে মানুষজন। দুপুর একটার সময় দেওয়া হবে খাবার। সরকারি ছুটির দিন বন্ধ থাকবে। হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন চালু হওয়ায় খুশি রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News|| ৫ টাকায় পেট পুরে খাবার, তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে চালু হল মা ক্যান্টিন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল