North 24 Parganas News|| সুন্দরবনের দুঃস্থ প্রান্তিক মানুষদের চোখের আলো ফেরাচ্ছেন বিধায়ক, দেখুন ভিডিও

Last Updated:

দু-মাসে প্রায় ৫১ জনের চোখের ছানি অপারেশন করেছেন বিধায়ক। বিভিন্ন সরকারি চিকিৎসকদের পাশাপাশি স্বয়ং বিধায়কের এভাবে দুস্থ মানুষদের সেবায় এগিয়ে আসা নজির তৈরি করলেন বলেই মনে করছেন এলাকার স্থানীয়রা।

+
title=

#উত্তর ২৪ পরগনা: সীমান্তে এলাকার সুন্দরবনের দুঃস্থ প্রান্তিক মানুষদের জন্য ছুরি, ব্লেড, কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে দেখা গেল স্বয়ং বিধায়ককে। আর্থিকভাবে পিছিয়ে পড়া দুস্থ মানুষদের বিনামূল্য করা হল চক্ষু অপারেশন। বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে বিনামূল্যে সীমান্ত ও সুন্দরবনের প্রান্তিক দুস্থ ১১ জন রোগীর চোখের ছানি অপারেশন করলেন।চোখের আলো প্রকল্প কর্মসূচির মধ্য দিয়ে এই উদ্যোগ নেন স্বয়ং বিধায়ক।
বিধায়ক নিজেই হাসপাতালের অপারেশন রুমে গিয়ে ড্রেস পরে অপারেশন করেন রোগীদের। শুধু তাই নয়, পাশাপাশি প্রান্তিক রোগীদের চিহ্নিত করে সম্পূর্ণ বিনা খরচে বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে এনে, হাসপাতালে অপারেশন করে দু'দিন রেখে সুস্থ করে, আবার বাড়ি পৌঁছে দিচ্ছেন। প্রয়োজনীয় সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে। সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাড়োয়া, মিনাখা, বাদুড়িয়া, বসিরহাট উত্তর স্বরুপনগর, একাধিক ব্লকের দুস্থ প্রান্তিক মানুষদের চিহ্নিত করে, চলে পরীক্ষা-নিরীক্ষা। তারপরই গুরুত্ব বুঝে একটি নির্দিষ্ট দিন ধার্য করে করা হয় চোখের ছানি অপারেশন।
advertisement
আরও পড়ুনঃ শীতের মরশুমের শুরুতেই তৎপরতা খেজুর গুড় বিক্রেতাদের
আগামী দিনেও লাগাতার এই কর্মসূচি চালানো হবে বলেও জানান বিধায়ক। ইতিমধ্যে দু-মাসে প্রায় ৫১ জনের চোখের ছানি অপারেশন করেছেন বিধায়ক। বিভিন্ন সরকারি চিকিৎসকদের পাশাপাশি স্বয়ং বিধায়কের এভাবে দুস্থ মানুষদের সেবায় এগিয়ে আসা নজির তৈরি করলেন বলেই মনে করছেন এলাকার স্থানীয়রা। বিধায়কের এই কর্মসূচির ফলে এলাকাবাসীদের সাধুবাদের পাশাপাশি সুস্থ রোগীরা বিধায়কের দীর্ঘায়ু কামনা করছেন আশীর্বাদ দিয়ে। মানুষের সেবায় কাজ করতে পেরে খুশি বিধায়কও।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News|| সুন্দরবনের দুঃস্থ প্রান্তিক মানুষদের চোখের আলো ফেরাচ্ছেন বিধায়ক, দেখুন ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement