আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
স্থানীয় সূত্রের খবর, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজেনকে মৃত বলে ঘোষণা করেন। খবর যায় পুলিশে৷ শেষে পুলিশই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে রাজেনের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উত্তর নেই তাঁর পরিবারের সদস্যদের কাছেও। খুনের অভিযোগ করেছেন রাজেনের বাবা মাণিক ঘোষ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ
এ বিষয়ে দাদা সুমন ঘোষ জানান, আমার ভাইকে প্ল্যান করে মেরে ফেলা হয়েছে। আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। পাঁচ জনের নামে ভাতার থানায় জানানো হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন তিনি।
রাজেনের বাবার এই দাবির পরই স্বভাবতই রাজেনের শ্বশুরবাড়ির লোকজনদের অস্বস্তি বেড়েছে। ইতিমধ্যেই রাজেনের পরিবারও ও তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। রাজেনের শ্বশুর মৃন্ময় ঘোষ বলেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। বাড়ির সদস্যরা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। ফিরে এসে দেখে ওদের ঘরের দরজা বন্ধ। এরপরেই সিলিং ফ্যান থেকে রাজেনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
Malobika Biswas